TRENDING:

আচমকা দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের

Last Updated:

এই দাম বাড়ার ফলে আমূলের গরুর দুধের চেয়েও মহার্ঘ হয়ে গেল মাদার ডেয়ারির দুধ৷ আমূলের দুধের ৫০০ গ্রামের প্যাকেটের দাম ২১ টাকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হঠাত্‍‌ বেড়ে গেল মাদার ডেয়ারি দুধের দাম৷ একলাফে ২ টাকা বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম৷ ৫০০ গ্রামের প্যাকেটের আগে দাম ছিল ২০ টাকা৷ ২ টাকা বেড়ে দাম হল ২২ টাকা৷ তবে ডাবল টোনড দুধের দাম অপরিবর্তিতই থাকছে৷ অর্থাত্‍‌ প্রতি লিটারে ৪ টাকা দাম বাড়ল৷
advertisement

এই দাম বাড়ার ফলে আমূলের গরুর দুধের চেয়েও মহার্ঘ হয়ে গেল মাদার ডেয়ারির দুধ৷ মাদার ডেয়ারি মা শক্তি প্রিমিয়াম দুধের দাম লিটারে ৪৪ টাকা হয়ে গেল৷ আমূলের দুধের ৫০০ গ্রামের প্যাকেটের দাম ২১ টাকা৷ আচমকা মাদার ডেয়ারির দুধের দাম বাড়ায় দাম আশঙ্কা রয়েছে অন্যান্য সংস্থার দুধেরও৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

নতুন ব্র্যান্ড ‘ডেলিশিয়াস’নিয়ে পশ্চিমবঙ্গে দুধের ব্যবসায় নতুন রূপে ফিরেছে মাদার ডেয়ারি৷ ডেয়ারি ব্যবসায় দেশে আমূলের পরেই দু’নম্বরে রয়েছে এই সংস্থা৷ মাদার ডেয়ারি ব্যবসার সিংহভাগটাই আসে দেশের উত্তরভাগ থেকে ৷ কিন্তু দুধ এবং দুগ্ধজাত পণ্য ছাড়াও ফল ও সবজির বাজারেও অনেক আগেই পা বাড়িয়েছে সংস্থা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আচমকা দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের