এই দাম বাড়ার ফলে আমূলের গরুর দুধের চেয়েও মহার্ঘ হয়ে গেল মাদার ডেয়ারির দুধ৷ মাদার ডেয়ারি মা শক্তি প্রিমিয়াম দুধের দাম লিটারে ৪৪ টাকা হয়ে গেল৷ আমূলের দুধের ৫০০ গ্রামের প্যাকেটের দাম ২১ টাকা৷ আচমকা মাদার ডেয়ারির দুধের দাম বাড়ায় দাম আশঙ্কা রয়েছে অন্যান্য সংস্থার দুধেরও৷
নতুন ব্র্যান্ড ‘ডেলিশিয়াস’নিয়ে পশ্চিমবঙ্গে দুধের ব্যবসায় নতুন রূপে ফিরেছে মাদার ডেয়ারি৷ ডেয়ারি ব্যবসায় দেশে আমূলের পরেই দু’নম্বরে রয়েছে এই সংস্থা৷ মাদার ডেয়ারি ব্যবসার সিংহভাগটাই আসে দেশের উত্তরভাগ থেকে ৷ কিন্তু দুধ এবং দুগ্ধজাত পণ্য ছাড়াও ফল ও সবজির বাজারেও অনেক আগেই পা বাড়িয়েছে সংস্থা৷
advertisement
Location :
First Published :
January 15, 2019 12:00 PM IST