TRENDING:

Morning Sex ! গবেষণা বলছে গোটা দিন যাবে ভালো

Last Updated:

গবেষণায় জানা গিয়েছে, যেসব ব্যক্তি সকালে যৌনতায় লিপ্ত হন তারা স্বাস্থ্যবান ও সুখী দম্পতি হয়ে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: না এ কোনও উড়ে এসে জুড়ে যাওয়া খবর নয় ৷ বরং মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে পাওয়া তথ্য বলছে এমনটাই ৷ যে সকাল সকাল যৌনতায় লিপ্ত হলে নাকি সারাদিন আপনি থাকবেন ফিট ও ফ্রেশ !
advertisement

তা ঠিক কী বলছে বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাপত্র ?

একমাত্র জগিংয়ের মাধ্যমেই দিনের শুরুটি চমৎকারভাবে শুরু করা যায় না। সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, ‘মর্নিং সেক্স’ বা সকাল বেলার যৌনতার মাধ্যমেও চমৎকারভাবে শুরু করা যায় দিনটি।

গবেষণায় জানা গিয়েছে, যেসব ব্যক্তি সকালে যৌনতায় লিপ্ত হন তারা স্বাস্থ্যবান ও সুখী দম্পতি হয়ে থাকেন।

advertisement

এ প্রসঙ্গে যৌন স্বাস্থ্যবিষয়ক শিক্ষক ডেবি হারবেনিক বলেন, ‘রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর উপায় হিসেবে সকালের যৌনতা কার্যকর। এর মাধ্যমে সারা দিন উপকৃত হওয়া যায়।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এটি মানুষের ভালো অনুভূতি তৈরি করে।’

হারবেনিক আরও বলেন, ‘যৌনতা দেহের এস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে। এতে অন্যান্য সুবিধার পাশাপাশি ত্বক ও চুল স্বাস্থ্যবান করে তোলে।’ তিনি আরও বলেন, ‘যৌনতা আইজিএ নামে একটি অ্যান্টিবডি বৃদ্ধি করে, যা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে।’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Morning Sex ! গবেষণা বলছে গোটা দিন যাবে ভালো