TRENDING:

রামমন্দির ইস্যুতে ফের বিতর্ক উস্কে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে বিপাকে ফেলতে কোমর বেঁধে নামছে আরএসএস ৷ হিন্দুত্ব, সংবিধান এবং মুসমিমের পর এবার রামমন্দিরকে হাতিয়ার করল আরএসএস ৷
advertisement

তিনদিন ধরে দিল্লিতে ভবিষ্যত ভারতের রূপরো নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল সঙ্ঘ পরিবার ৷ সেই আলোচনা সভাতেই রামমন্দির প্রসঙ্গ টেনে আনলেন আরএসএস প্রধান মোহন ভগবত ৷ বলেন, অনেক আগেই রামমন্দির তৈরি করা উচিত ছিল ৷ রাজনীতি না ঢুকলে অনেক আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত ৷ তাহলে দুই ধর্মের মধ্যেও সমস্যার সমাধান হয়ে যেত অনেক আগেই ৷

advertisement

ভগবত আরও বলেন, ‘একজন সংঘর কর্মী হিসেবে, আরএসএস প্রধান এবং রাম জন্মভূমি আন্দোলনের অংশীদার হয়ে আমি সবসময়ই চেয়েছিলাম অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে আর যাতে কোনও সমস্যা না থাকে ৷ কিন্তু মন্দির তৈরিতে ঢিলেমি হওয়ার জন্য হিন্দু মুসলিম মধ্যেকার সম্পর্কও ক্রমশ জটিল হচ্ছে ৷’ তবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে দ্রুত তৈরি হবে রামমন্দির ৷ সেই বিষয়ে আত্মবিশ্বাসী ভগবত ৷

advertisement

আরও পড়ুন: মাঝ আকাশে অসুস্থ ৩০ জন বিমানযাত্রী ! নাক এবং কান থেকে শুরু হয় রক্তপাত...

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির প্রসঙ্গ নিয়ে একেবারেই ভাবতে নারাজ বিজেপি ৷ ২০২২ সালের মধ্যে ‘New India’ তৈরির প্রতিশ্রুতিতে স্থান পায়নি রামমন্দির ইস্যু ৷ আরএসএস-ভিএইচপির মন্দির ইস্যুও বাদ পড়েছে রাজনৈতিক প্রস্তাব থেকে ৷ আর এই বিষয়টি নিয়েই উঠছে প্রশ্ন ৷ তবে কি আরএসএস এবং বিজেপির মধ্যে দূরত্ব বাড়ছে ? সেই প্রশ্নটা উঠছেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রামমন্দির ইস্যুতে ফের বিতর্ক উস্কে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত