advertisement
শান্তি ও ঐক্য বজায় রাখার ক্ষেত্রে বোহরা সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চিরকালই সরব হয়েছে বোহরা সমাজ ও তাঁদের এই দৃঢ়তা শিক্ষণীয়, মন্তব্য করেন মোদি । বোহরা সমাজের প্রশংসা করে তিনি বলেন ভারতে সকলকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য আজও কাজ করছে তাঁরা ও এটাই তাঁদের বিশেষত্ব । তিনি আরও বলেন বোহরা সম্প্রদায়ের সঙ্গে তাঁর অনেক পুরনো সম্পর্ক ও তিনি এক প্রকার এই সমাজেরই একজন হয়ে গিয়েছেন।
advertisement
শিয়া ইসলাম সম্প্রদায়ের একটি অংশ হল বোহরা সমাজ । ইন্দোর, উজ্জয়ন ও বুরহানপুর জেলায় মোট ২.৫ লক্ষ বোহরা সম্প্রদায়ভুক্ত মানুষের বসবাস । মধ্য প্রদেশে আর কিছুদিনের মধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচন ও এই সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম, দাবি বিরোধীদের । অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবরাজ সিংহ চৌহানও ।
advertisement
Location :
First Published :
September 14, 2018 4:02 PM IST