মারণরোগ ক্যান্সারকে রুখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার ৷ কিন্তু প্রতি বছরই ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ পিবিসিআর-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৭ সালে মোট ৪,৭৬৪ জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে ৷ এদের মধ্যে ২,২৫৪ জন মহিলা এবং বাকি ২,৫০৮ জন পুরুষ ৷ সেই রিপোর্ট থেকেই জানা যাচ্ছে, ২০১৫-১৬ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ১,৬৭২ জন মারা গিয়েছেন ৷ প্রতি বছর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কমবেশি ৮৩৬ জনের মৃত্যু হচ্ছে ৷ বছরের পর বছর ক্যান্সার রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এই রাজ্যে অন্য রাজ্যের তুলনায় ৷ মিজোরামে ফুসফুস ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, হাইপোফারনিক্স, সার্ভিক্স ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ পাশাপাশি গত কয়েক বছরে মিজোরামে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের মাত্রাও ক্রমশ বাড়ছে ৷
advertisement
ইতিমধ্যেই মিজোরামে তৈরি করা হয়েছে ক্যান্সার হাসপাতাল ৷ মিজোরামের রাজধানী আইজলে তৈরি করা হয়েছে এই হাসপাতাল ৷ এই হাসপাতালেই ক্যান্সার প্রতিরোধের জন্য বেশ কিছু নতুন যন্ত্রপাতিও আনা হয়েছে ৷ এছাড়াও আইজল সিভিল হাসপাতালে এবং এমআইএমইআর মেডিকেল কলেজেও ক্যান্সারেও বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে ৷ ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য রয়েছেন উচ্চমানের ডাক্তারও ৷ এরফলে অন্য রাজ্যে যাওয়ার দরকার নেই ৷ মিজোরামে থেকেই চিকিৎসা সম্ভব রোগীদের ৷
প্রসঙ্গত, মিজোরামের ১৯.৬৩ শতাংশ মানুষ বিপিএল তালিকাভুক্ত ৷ সমীক্ষা বলছে, দিনকে দিন ক্যান্সার আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে রাজ্য জুড়ে ৷ তাতে রাজ্য সরকারের উচিত ক্যান্সারের চিকিৎসার খরচ দ্রুত কমিয়ে মধ্যবিত্তের নাগালে নিয়ে আসার ৷
