TRENDING:

দেশের ‘বেটি’দের কথা ভেবে এই স্কিমে পরিবর্তন আনল মোদি সরকার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের কন্যাসন্তানদের ভবিষ্যত সুরক্ষার লক্ষ্যে আরও একটি পদক্ষেপ নিল মোদি সরকার ৷ কন্যাসন্তানদের জন্য তৈরি হওয়া সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল কেন্দ্র ৷ এই স্কিমে ন্যূনতম জমার পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ ফলে আরও বেশি মানুষ এই স্কিমের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে আশা কেন্দ্রের ৷
advertisement

এতদিন সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলতে হলে কমপক্ষে ১০০০ টাকা জমা দিতে হত ৷ বর্তমানে এই স্কিমে ন্যূনতম জমার অঙ্ক ১০০০ থেকে কমিয়ে মাত্র ২৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ এর ফলে দেশের আরও কন্যাসন্তানের অভিভাবকেরা নিজেদের সন্তানের ভবিষ্যত সঞ্চয়ের লক্ষ্যে এই স্কিমে সহজেই টাকা জমাতে পারবেন ৷

সুকন্যা সমৃদ্ধি স্কিমে ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানের অভিভাবকেরা তাদের মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমাতে পারেন ৷ দেশের যেকোন পাবলিক সেক্টর ব্যাঙ্ক ব্রাঞ্চে বা যেকোন পোস্ট অফিসের শাখায় এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলা যায় ৷ সেই অ্যাকাউন্টে বছরে ২৫০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায় ৷ বছরে কতবার টাকা জমা দেওয়া যাবে সেই নিয়ে কোনও নির্দিষ্ট সীমা নেই ৷ স্কিমের ম্যাচিওরিটির পর পুরো সঞ্চিত অর্থ পাবে ওই কন্যাসন্তান ৷

advertisement

আরও পড়ুন 

বৃহস্পতিবার শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সাক্ষী থাকবে ভারত

২০১৫ সালে এই স্কিমের সূচনা করেন বিজেপি সরকার ৷ ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী এই স্কিমের আওতায় প্রায় ১.২৬ কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে জমা পড়েছে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা ৷

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রেলে লক্ষাধিক কর্মী নিয়োগ, অবশেষে ঘোষিত পরীক্ষার তারিখ

বাংলা খবর/ খবর/দেশ/
দেশের ‘বেটি’দের কথা ভেবে এই স্কিমে পরিবর্তন আনল মোদি সরকার