TRENDING:

বিয়ে করছেন মিলিন্দ সোমন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:বিয়ে করছেন মিলিন্দ সোমন। পাত্রী বহুদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়াড়। গুয়াহাটির বাসিন্দা, পেশায় 'এয়ার এশিয়া'-র কেবিন ক্রিউ এক্সিকিউটিভ। আসল নাম, সুনকুষ্মিতা কোনওয়াড়। যদিও বিয়ের তারিখ নিয়ে মুখ খোলেননি সুপারমডেল, কিন্তু বিস্বস্ত সূত্রের খবর,
advertisement

বিয়ে হচ্ছে ২১ এপ্রিল, আলিবাগে। খুব জাকজমক করে নয়, ছিমছাম ভাবেই বিয়ে সারবেন মিলিন্দ আর অঙ্কিতা। নিমন্ত্রিতের তালিকায় রয়েছে কাছের কিছু বন্ধু ও পরিবারের সদস্যরা।

কিছুদিন আগে গুজব ছড়িয়েছিল, মিলিন্দ আর অঙ্কিতার নাকী এনগেজমেন্ট হয়ে গিয়েছে! এই জল্পনার সূত্রপাত, ইন্সটাগ্রামে পোস্ট করা অঙ্কিতার একটি ছবি থেকে। ছবিতে মিলিন্দ আর অঙ্কিতা দু'জনে দু'জনের হাত ধরে ছিলেন। অঙ্কিতার রিং ফিঙ্গারে ছিল একটা আংটি! সেই থেকেই সবাই ধরে নিয়েছিল, হয়তো এনগেজমেন্ট করে ফেলেছেন কপোত কপোতী।

advertisement

সোমন এখন ৫২, অঙ্কিতা ২৩। এত কম বয়সি একটি মেয়ের সঙ্গে প্রেম করছেন, এই নিয়ে কড়া সমালোচনার মুখোমুখিও পড়তে হয় সোমনকে। কিন্তু তিনি সেসবে মোটে কান দেননি!

মিলিন্দ আর অঙ্কিতা দুজনেই ফিটনেসের পোকা, অংশ নেন ম্যারাথনে! আর এই মিল থেকেই শুরু ভালবাসা!

২০০৬-এ ফরাশি অভিনেতা মাইলিন জ্যামপানোই-এর সঙ্গে বিয়ে হথেছিল মিলিন্দ সোমনের। কিন্তু ২০০৯-এই তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে করছেন মিলিন্দ সোমন