TRENDING:

শুরু হল বিবাহ বিচ্ছেদ মামলার ট্রায়াল, একসঙ্গে আদালতে শোভন-বৈশাখী

Last Updated:

আজ থেকে শুরু হল শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলার ট্রায়াল ৷ মামলার শুনানীতে বান্ধবী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন সকালে আলিপুর আদালতে পৌঁছন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ থেকে শুরু হল শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলার ট্রায়াল ৷ মামলার শুনানীতে বান্ধবী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন সকালে আলিপুর আদালতে পৌঁছন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ এজলাসে উপস্থিত ছিলেন মেয়র-পত্নী রত্না চট্টোপাধ্যায়ও ৷ মামলার পরবর্তী শুনানী হবে ৯ জুলাই ৷
advertisement

এদিন রুদ্ধদার আদালত কক্ষে ‘অন ক্যামেরা’ সাক্ষ্য দেন মেয়র। জমা দেওয়া সমস্ত তথ্য সঠিক বলে আদালতের কাছে জানিয়েছেন তিনি। রত্নার আনা খোরপোশের মামলায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন মেয়র। সেই অভিযোগের শুনানীও একই সঙ্গে ৯ জুলাই শুরু হবে। এদিনও শোভনের সঙ্গে একই গাড়িতে আদালতে আসেন বান্ধবী বৈশাখী। আদালতের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আইনজীবীদের সাহায্যও করতে দেখা যায় বৈশাখীকে। আদালতকক্ষেও শোভনের পাশেই ছিলেন বৈশাখী। তবে রুদ্ধদার ট্রয়ালের সময় তিনি এজলাস ছেড়ে বেড়িয়ে আসেন।

advertisement

আরও পড়ুন: সাম্মানিক ডক্টরেট পেলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়

গত বছর স্ত্রী রত্নাদেবীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন মেয়র। টাকা আত্মসাতের মতো একাধিক অভিযোগ তোলেন স্ত্রীর বিরুদ্ধে ৷ এরমধ্যেই বৈশাখী বন্দোপাধ্যায়ের সঙ্গে নাম জড়ায় শোভনবাবুর ৷ এই সম্পর্কের জন্য পরিবার আর দলের মধ্যে বেকায়দায় পড়লেও ‘বিপদের বন্ধু’ বৈশাখীর সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করবেন না তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন মেয়র ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

আরও পড়ুন:‘বিপদের দিনে বন্ধু বৈশাখী, আমি তার জন্য নাক পর্যন্ত ভেজাতে পারি: শোভন

বাংলা খবর/ খবর/কলকাতা/
শুরু হল বিবাহ বিচ্ছেদ মামলার ট্রায়াল, একসঙ্গে আদালতে শোভন-বৈশাখী