যাত্রীরা ভয়ে মেট্রো স্টেশন ছেড়ে বেরিয়ে আসেন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ৷ স্টেশন এবং মেট্রোর ভিতরে শুরু হয়েছে চুলচেরা তল্লাশি ৷ যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল ৷ যার জেরে অফিস এবং স্কুল-কলেজ ফেরত যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন ৷
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ৩.২৪ নাগাদ দমদম থেকে মেট্রোটি ছাড়ে ৷ মেট্রোটি বেলগাছিয়া স্টেশনে ঢুকতেই ধোঁয়া বেরোতে শুরু করে ৷ বেলগাছিয়া স্টেশনে মেট্রোতে ঢুকতেই পোড়া গন্ধ বেরোতে শুরু করে মেট্রো থেকে ৷ একটি বগি থেকে ধোঁয়াও বেরোতে শুরু করে ৷ এরপরই বেলগাছিয়া স্টেশনে মেট্রো ঢুকতেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ৷
advertisement
Location :
First Published :
May 15, 2018 4:28 PM IST