বুধবার সকালে মেট্রোযাত্রীরা পড়লেন দুর্ভোগের মুখে ৷ কবি সুভাষগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দমদম মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক ৷ আর এই ঘটনার পরেই বিপর্যস্ত হয়ে পড়ে মেট্রো পরিষেবা ৷
অন্যদিকে, কবি নজরুল স্টেশনেও ভোগান্তি ৷ এসি রেকের দরজা না খোলায়, দাঁড় করিয়ে রাখা হয় ট্রেন ৷ চালকের কামরা দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয় ৷
advertisement
জানা গিয়েছে, মেট্রোর কামরায় বিদ্যুৎ সংযোগ ছিল না ৷ মেট্রোকর্মীরা যাত্রীদের বেরিয়ে আসতে বলেন ৷ বিকল এসি রেকটি কারশেডে পাঠানো হচ্ছে ৷ যাত্রীদের জন্য অন্য ট্রেনের ব্যবস্থা ৷
Location :
First Published :
January 02, 2019 10:51 AM IST