বৃহস্পতিবারই ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ২২ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছেন বহুজন সমাজবাদী পার্টি । ঘটনাচক্রে, কংগ্রেসের সঙ্গে নয়,অজিত যোগীর সঙ্গে জোট বাঁধার কথা ঘোষণা করেছেন মায়াবতী । ২০১৬ সালে জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হয়েছিল যোগীকে ও পরে নিজের রাজনৈতিক দল শুরু করেন যোগী। যোগীর দল ছত্তিশগড় জনতা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার পর মায়াবতী জানিয়েছেন মুখ্যমন্ত্রী পদে লড়বেন যোগী । ছত্তিশগড়ে ৩৫টি আসনের জন্য লড়বে বিএসপি ও ৫৫টি আসনে লড়বে জনতা কংগ্রেস ।
advertisement
ছত্তিশগড় নির্বাচনে এককভাবেই লড়বে কংগ্রেস ও ক্ষমতায় আসা নিয়ে রীতিমত সুনিশ্চিত কংগ্রেসের রাজ্য সভাপতি পিএল পুনিয়া । যদিও রাজনৈতিক মহলের দাবি, মহাজোটের আগে মায়াবতী-যোগী জোট কংগ্রেসের জন্য একটি বড় সতর্কবাণী হিসেবে কাজ করবে ।
Location :
First Published :
September 21, 2018 8:33 AM IST