TRENDING:

#Breaking: ভোররাতে সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন, আগুনে ঝলসে মৃত ১, পুড়ে ছাই ৪০টি দোকান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ নিউটাউনে সাপুরজি বাজারে বিধ্বংসী আগুন। আগুনে ঝলসে মৃত স্থানীয় ব্যবসায়ী মহম্মদ ইনসান। পুড়ে ছাই বাজারের ৪০টি দোকান। ভস্মীভূত বাইক মেরামতির গ্যারাজ। আগুনে পুড়ে গিয়েছে কুড়িটি বাইক।
advertisement

বাগরি মার্কেট, গড়িয়াহাটের পর এবার নিউটাউনের সাপুরজি বাজার। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ সাপুরজি কমপ্লেক্স সংলগ্ন অস্থায়ী বাজারে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রাই আগুন দেখে দমকলে খবর দেন।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন সব্জির দোকান, ছোট হোটেল, পোলট্রি ফার্ম, মাছের বাজার। ভোররাতে বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। দমকলের ৭টি ইঞ্জি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। খাবারের দোকান থেকে আগুন লাগে বলে অনুমান দমকলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ভোরে চা তৈরি করতে দোকানে গ্যাস বা স্টোভ জ্বালানো হয়। সেখান থেকেই আগুন লাগার সম্ভাবনা। পাশাপাশি দোকানে বেশ কয়েটি গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। আগুনে সেগুলি পর পর বিস্ফোরণ হয়। তাতেই আগুন আরও বিধ্বংসী রূপ ধারণ করে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকলকর্মী। পুড়ে যাওয়া দোকান থেকে সিলিন্ডার বের করতে করতে গিয়ে বিস্ফোরণে ঝলসে যান স্থানীয় এক ব্যবসায়ী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
#Breaking: ভোররাতে সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন, আগুনে ঝলসে মৃত ১, পুড়ে ছাই ৪০টি দোকান