আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ৷
advertisement
স্টেডিয়াম কর্তৃপক্ষ সূত্রে খবর, এখনও অবধি বেশ কয়েকজন আটকে রয়েছে স্টেডিয়ামের ভিতরে ৷ সেই সময় স্টেডিয়ামে ট্রাক্টর রেস চলছিল ৷ ভর্তি স্টেডিয়ামে তখন উত্তেজনার পারদ তুঙ্গে ৷ আচমকাই ঘটে দুর্ঘটনাটি ৷ ভেঙে পড়ে স্টেডিয়ামের বেশ কিছুটা অংশ ৷ প্রায় শ’খানেক দর্শক ছিলেন স্টেডিয়ামে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷
advertisement
এই ঘটনায় দু:খ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে শীঘ্রই আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷
Location :
First Published :
July 29, 2018 7:43 PM IST