TRENDING:

উচ্চমাধ্যমিকের পর মাধ্যমিকেও নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর, বদল মেধাতালিকায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: উচ্চমাধ্যমিকের পর মাধ্যমিক পরীক্ষাতেও একই পরিস্থিতি ৷ পুণর্মূল্যায়নের ফল সামনে আসতেই বদলে গেল চিত্র ৷ রিভিউ ও স্ক্রুটিনির পর নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর ৷ যার ধাক্কায় বদলে গিয়েছে মেধাতালিকাও ৷ বুধবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউ ও স্ক্রুটিনির পর নয়া তালিকা ৷
advertisement

স্ক্রুটিনির পর প্রকাশিত পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় মেধাতালিকায় নতুন করে নাম উঠেছে আরও ৬ পরীক্ষার্থীর ৷ উল্লেখ্য, চলতি বছরে প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী রিভিউয়ের জন্য আবেদন করেছিলেন ৷ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, রিভিউ ও স্ক্রুটিনির পর আবেদন জানানো মোট পড়ুয়ার ২৩ শতাংশেরই নম্বরে পরিবর্তন ঘটেছে ৷

আরও পড়ুন 

advertisement

ফের বিপাকে বিজেপি রাজ্য সভাপতি, অ্যাম্বুল্যান্স ছিনতাইয়ের অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে

চলতি বছর ৬ জুন প্রকাশিত হয় ২০১৭-১৮-এর মাধ্যমিক পরীক্ষার ফল ৷ রেকর্ড গড়ে ৭৭ দিনের মাথায় ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ ৷ এ বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন ৷ এর মধ্যে সফল হন ৮ লক্ষ ৯৯ হাজার ৫৬৪ জন ৷ এবছর মাধ্যমিকে প্রথম হন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷ দ্বিতীয় বর্ধমানে সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা ৷ শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮ ৷ তৃতীয় স্থান দখল করেছেন তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলব্জা দাশ ও মৃন্ময় মণ্ডল ৷

advertisement

আরও পড়ুন

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন নয় পুরনো সামগ্রিক বেচেই লক্ষী লাভ, জানুন কী ভাবে শুরু করবেন এই ব্যবসা
আরও দেখুন

পরিচারিকাকে কম মাইনে দিলে যেতে হবে জেলে!

বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চমাধ্যমিকের পর মাধ্যমিকেও নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর, বদল মেধাতালিকায়