গতকাল ভারোত্তলনে সোনা জিতে শেষ হয়েছিল দিনটা ৷ পুরুষদের ৭৭ কেজি বিভাগে সোনা জেতেন সতীশ কুমার শিবালিঙ্গম ৷ তামিলনাড়ুর সতীশের আগে ভারতের হয়ে এ বছর কমনওয়েলথে সোনা জিতেছেন মীরাবাই চানু,সঞ্জিতা চানু ৷ প্রত্যেকটিই ছিল ভারোত্তলক বিভাগ থেকে ৷
আরও পড়ুন: কমনওয়েলথে ভারতের হয়ে তৃতীয় সোনা জিতলেন সতীশকুমার শিবলিঙ্গম
advertisement
তবে এ বার অন্য বিভাগেও সোনা আনলেন প্রতিযোগীরা ৷ রবিবার এখনও পর্যন্ত তিনটি পদক এল ভারতের ঝুলিতে ৷ ১০ মিটার এয়ার রাইফেলে জয়ী হলেন ১৬ বছরের কিশোরী, বিশ্বচ্যাম্পিয়ন মনু ভাকর ৷ দ্বিতীয় স্থান অধিকার করে রুপো জিতলেন হিনা সিধু ৷ ভারোত্তোলনে এল আরও একটি সোনা ৷ এই নিয়ে চতুর্থতম ৷ ৬৯ কেজি বিভাগে সোনা জিতলেন পুনম যাদব ৷
advertisement
Location :
First Published :
April 08, 2018 9:43 AM IST