এই জঘন্য ঘটনাটি ঘটেছে তিরুপতির থেকে ৭০ কিলোমিটার দূরের একটি গ্রামে , জানিয়েছে পুলিশ ৷ মদ্যপ ভেঙ্কটেশ পেশায় লরি ড্রাইভার ৷ এই জঘন্য ঘটনা ঘটানোর জন্য তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷
ভেঙ্কটেশের এই মদ খাওয়ার জেরেই স্বামীকে ছেড়ে তিন ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান তাঁর স্ত্রী ৷ বড় ছেলের বয়স ৬ বছর, মেজ ছেলের ৩ বছর ও ছোটটির বয়স ১০ মাস ৷
advertisement
এরপর নেল্লোরের স্ত্রী-র বাড়িতে যান ভেঙ্কটেশ ৷ সেখানে আবার একদফা ঝগড়া হয় ৷ এরপর শ্বশুর বাড়ি থেকে ছেলেদের নিয়ে বেরিয়ে যান মদ্যপ ভেঙ্কটেশ ৷
আরও পড়ুন - শাহরুখের পথই বাছলেন সুহানা, এবার আসতে চলেছে বলিউডে
পরদিন সকালে নদিতে তিনটি শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় মানুষ ৷ এই ভেঙ্কটেশের দুই স্ত্রী ৷ এই স্ত্রী কে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তিনি ৷ কারণ তিনি আরেকজন যাঁকে বিয়ে করেছিলেন তাঁর সন্তান হয়নি ৷