ভয়ঙ্কর ঘটনাটি ঘটে চিনের একটি হোটেলে! হোটেলের ঘরে এক মহিলাকে ডেকে এনে তিনটে সাপ বের করে ভয় দেখাতে থাকে এক ব্যক্তি। তার পর জোর করে তাঁকে ধর্ষণ করে। মহিলাকে ভয় দেখিয়ে ধর্ষণে বাধ্য করতে তিন-তিনটে সাপ সঙ্গে এনেছিল ধর্ষক।
কিন্তু এরপর যা ঘটে...! ধর্ষণের পর সাপগুলিকে নিয়ে খেলা করতে থাকে ধর্ষক। তখনই একটি সাপ তাকে কামড়ে দেয়। বিষয়টিকে পাত্তাই দেয় না অভিযুক্ত কারণ সে জানতই না যে সাপগুলি আদতে বিষধর ! সাপের বিষে খানিক ঝিমিয়ে পড়ে আর সেই সুযোগে পালান ধর্ষিতা।
advertisement
দেখুন ভিডিও--
মহিলা পুলিশে অভিযোগ জানালে হোটেলের ঘরে হানা দেয় পুলিশ। কিন্তু ততক্ষণে সাপের বিষেই মারা গিয়েছে ধর্ষক। হোটেলের ঘর থেকে বিষধর সাপগুলি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন-মহিলা ওরাংওটাংকে শিকলে বেঁধে পতিতালয়ে গণধর্ষণ, সুস্থ হতে লাগল ১৫ বছর!
advertisement
Location :
First Published :
November 29, 2018 5:36 PM IST