TRENDING:

সেলাম! স্কুলে পৌঁছতে খরস্রোতা নদী দড়িতে ঝুলে পার হলেন এই শিক্ষক

Last Updated:

হাজার বিপদ মাথায় নিয়েও তাই কর্মক্ষেত্রে পৌঁছতে পিছপা হলেন না উত্তরাকণ্ডের এই শিক্ষক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেহরাদুন: যত বড় বিপদই আসুক, যত ঝড়ঝাপ্টাই হোক কাজকে রেখেছেন কাজের জায়গায় ৷ হাজার বিপদ মাথায় নিয়েও তাই কর্মক্ষেত্রে পৌঁছতে পিছপা হলেন না উত্তরাকণ্ডের এই শিক্ষক ৷ যিনি দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর, তিনি নিজেই আদর্শ গড়ে দিলেন ৷ দায়িত্ব, কর্তব্য কর্মনিষ্ঠা থেকে সরলেন না এক বিন্দুও, সে মাঝে যতই খরস্রোতা নদী আসুক না কেন৷
advertisement

আরও পড়ুন: হাসপাতালের ICU-তে জমে হাঁটু জল, কিলবিল করে ঘুরছে মাছ

এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ডের পিত্তোরাগঢ় ৷ গত কয়েকদিনের প্রবল বর্ষণে জলমগ্ন বেশিরভাগ এলাকা ৷ নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ অনেক জায়গায় ভেঙে গিয়েছে অস্থায়ী ব্রিজও ৷ পিত্তোরাগঢ়ের অবস্থাও তথৈবচ ৷ এখানে নদী পারাপারের জন্য দড়ির ব্যবস্থা করা হয়েছে ৷ স্থানীয় কালি ও গোরি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা ৷ বন্ধ রয়েছে অন্তত ২২টি রাস্তা ৷ বেশিরভাগ স্কুল কলেজই বন্ধ ৷ তার মধ্যেও ফুটে উঠল ওই শিক্ষকের কাজের প্রতি নিষ্ঠার চিত্র ৷

advertisement

দেখা গেল, নিজের ন্যাপ শ্যাকটি বুকের সামনে নিয়ে রেনকোট পরে নিজেকে হ্যামারের সঙ্গে দড়িতে ঝুলিয়ে নিয়েছেন ওই শিক্ষক ৷ তারপর হাতে টেনে টেনে দড়ির সাহায্যে পেরিয়ে গেলেন নীচের খরস্রোতা নদী ৷

দেখুন ভিডিও---

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
সেলাম! স্কুলে পৌঁছতে খরস্রোতা নদী দড়িতে ঝুলে পার হলেন এই শিক্ষক