আরও পড়ুন: হাসপাতালের ICU-তে জমে হাঁটু জল, কিলবিল করে ঘুরছে মাছ
এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ডের পিত্তোরাগঢ় ৷ গত কয়েকদিনের প্রবল বর্ষণে জলমগ্ন বেশিরভাগ এলাকা ৷ নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ অনেক জায়গায় ভেঙে গিয়েছে অস্থায়ী ব্রিজও ৷ পিত্তোরাগঢ়ের অবস্থাও তথৈবচ ৷ এখানে নদী পারাপারের জন্য দড়ির ব্যবস্থা করা হয়েছে ৷ স্থানীয় কালি ও গোরি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা ৷ বন্ধ রয়েছে অন্তত ২২টি রাস্তা ৷ বেশিরভাগ স্কুল কলেজই বন্ধ ৷ তার মধ্যেও ফুটে উঠল ওই শিক্ষকের কাজের প্রতি নিষ্ঠার চিত্র ৷
advertisement
দেখা গেল, নিজের ন্যাপ শ্যাকটি বুকের সামনে নিয়ে রেনকোট পরে নিজেকে হ্যামারের সঙ্গে দড়িতে ঝুলিয়ে নিয়েছেন ওই শিক্ষক ৷ তারপর হাতে টেনে টেনে দড়ির সাহায্যে পেরিয়ে গেলেন নীচের খরস্রোতা নদী ৷
দেখুন ভিডিও---
Location :
First Published :
August 02, 2018 11:23 AM IST