TRENDING:

করুণানিধির অসুস্থতার খবর পেতেই ট্যুইট মমতার

Last Updated:

: ৯৪-র কোঠায় পৌঁছেছে বয়স ৷ যার জেরে বার্ধক্যজনিত কারণে প্রায়শই ভুগছিলেন করুণানিধি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: ৯৪-র কোঠায় পৌঁছেছে বয়স ৷ যার জেরে বার্ধক্যজনিত কারণে প্রায়শই ভুগছিলেন করুণানিধি ৷ বৃহস্পতিবার বিকেলে ফের অসুস্থ হয়ে পড়েন তামিলনাড়ুর তিনবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধি ৷ প্রথমে হাসপাতালে ভর্তি হলেও পরে বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর ৷ কৌভেরি হাসপাতালের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ সেই টিমটিই দেখভাল করছেন করুণানিধিকে ৷ বৃহস্পতিবাক রাতে থেকেই করুণানিধির বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্বের আনাগোনা বেড়ে গিয়েছে ৷ তাঁরা সকলেই করুণানিধির শারিরীক পরিস্থিতির খোঁজ নিতে আসছেন ৷ পাশাপাশি, ট্যুইটেও করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করছেন রাজনৈতিক নেতারা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রামনাথ কোবিন্দ ছাড়াও এবার ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement

ট্যুইটে মমতা বলেন, করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করছি ৷

করুণানিধির শারিরীক পরিস্থিতির খোঁজ নিতে করুণানিধির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ট্যুইটেই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেন রামনাথ ৷

advertisement

অন্যদিকে, করুণানিধির অসুস্থ হয়ে পড়ার খবর পেতেই ট্যুইট করেন রাহুল গান্ধি এবং সীতারাম ইয়েচুরিও ৷ করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরাও ৷ সেই ট্যুইট পেতেই ট্যুইটেই তাঁদের ধন্যবাদ জানালেন এম. কে. স্তালিন ৷ তিনি ট্যুইটে বলেন, সকলের শুভেচ্ছাতে নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবেন করুণানিধি ৷   অন্যদিকে, ডিএমকে-র তরফ থেকে রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রীকেও ট্যুইটে ধন্যবাদ জানালেন স্তালিন ৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
করুণানিধির অসুস্থতার খবর পেতেই ট্যুইট মমতার