TRENDING:

বিজেপি বিরোধী জোট আরও মজবুত করার লক্ষ্যে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী

Last Updated:

বিজেপি বিরোধী জোট আরও মজবুত করতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিজেপি বিরোধী জোট আরও মজবুত করতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যপূরণে আজ, সোমবার দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। শরদ পওয়ারের ডাকা নৈশভোজে যোগ দেওয়ার পাশাপাশি, একাধিক বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি। সনিয়া গান্ধির সঙ্গেও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। মমতার তিনদিনের রাজধানী সফর ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে।
advertisement

আরও পড়ুন- নতুন অ্যাপ আনছে নগরোন্নয়ন দফতর, ঘরে বসেই এবার মেটানো যাবে পুরকর

রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থন করে ইতিমধ্যেই জোটবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।২০১৯-এ বিজেপিকে হঠাতে সমস্ত বিরোধী দলকে নিয়ে জোট গড়ার জন্য একাধিকবার সওয়াল করেছেন তৃণমূল নেত্রী। বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে কথাও হয়েছে তাঁর। নবান্নে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বৈঠক করেছেন। ফোনে কথা হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, সপা নেতা অখিলেশ যাদব, বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে।

advertisement

-২৭ মার্চ সকালে সংসদে যেতে পারেন তৃণমূল নেত্রী

-বিভিন্ন আঞ্চলিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি

-সংসদ ভবনে মমতার সঙ্গে মায়াবতীর বৈঠক হতে পারে

-সন্ধ্যায় এনসিপি নেতা শরদ পওয়ারের বাড়িতে নৈশভোজে যোগ দেবেন মমতা

-নৈশভোজে যোগ দিতে চলেছে বিজেপি বিরোধী অন্যান্য আঞ্চলিক শক্তি

advertisement

-এখানেই মমতার সঙ্গে দেখা হতে পারে অখিলেশ যাদবের

-২৮ মার্চ সনিয়া গান্ধির সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মোদি বিরোধিতায় বিশ্বাসযোগ্য মুখ হিসেবে ইতিমধ্যেই সামনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ফ্রন্ট গঠনের ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। উত্তরপ্রদেশ, বিহার-সহ কয়েকটি রাজ্যে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়, বিরোধীদের বাড়তি অক্সিজেন জুগিয়েছে। এই প্রেক্ষাপটে তৃণমূল নেত্রীর রাজধানী সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি বিরোধী জোট আরও মজবুত করার লক্ষ্যে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী