সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মইদুল জানান, নীতিগত কারণেই দল ছাড়লেন প্রাক্তন সিপিএম সাংসদ ৷ একইসঙ্গে দলের উপরে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, দলের উন্নয়নের জন্য তিনি বিভিন্ন সময়ে মত দিয়েছেন ৷ কিন্তু নানা অজুহাতে সেই সমস্ত মত গ্রহণ হয়নি দলের অন্দরে ৷ অন্যদিকে, জাতীয় রাজনীতিতে বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে জোট গঠনের বিষয় নিয়ে আলোকপাত করেছিলেন মইনুল ৷ কিন্তু মইনুলের এহেন মন্তব্যেই আরও জটিল হয় হয় দু’পক্ষের সম্পর্ক ৷
advertisement
প্রসঙ্গত, এবছরই রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন তিনি ৷ তারপর থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে মইনুলের ৷ অবশেষে, সিপিএমের সঙ্গে ৪২ বছরের সম্পর্ক ত্যাগ করলেন মইনুল ৷ এদিন, আগামী লোকসভা ভোটে নতুন ধরণের জোট গঠনেরও ইঙ্গিত দেন তিনি ৷ একইসঙ্গে সিপিএম ছেড়ে তিনি কি আদৌ তৃণমূলে যোগ দেবেন ? সেই নিয়েও স্পষ্ট কোনও ইঙ্গিত দিলেন না মইনুল ৷ তবে, তাঁর মন্তব্য ঘিরে ধোঁয়াশা বাড়ছে ৷ জল্পনা উসকে মন্তব্য মইনুল হাসানের মন্তব্য, রাজনীতিতে থাকব ৷ যে কোনও দলেই যোগ দিতে পারি ৷