নাগরিকপঞ্জি সমর্থন করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে । এদিন তিনি জানিয়েছেন মহারাষ্ট্র সরকারেরও উচিৎ একইভাবে বৈধ নাগরিকদের একটি তালিকা তৈরি করা । মহারাষ্ট্রে বিশেষ করে মুম্বই শহরে প্রতিনিয়ত বেড়ে চলেছে বাংলাদেশির সংখ্যা । তাঁদের দেশে পাঠাতে মহারাষ্ট্র সরকারের উচিৎ সোনোয়াল সরকারের পদক্ষেপকে অনুসরণ করা, মন্তব্য করেছেন ঠাকরে ।
advertisement
আরও পড়ুন: ভোট দিতে পারবেন না নাগরিকপঞ্জি থেকে বাদ যাওয়া ৪০ লক্ষ, জানিয়ে দিল নির্বাচন কমিশন
গতকাল এই খসড়া তালিকায় নাম না ওঠায় আপাতত নাগরিক তকমা হারিয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ। নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে ভোটাধিকারও নেই তাঁদের । দ্বিতীয় দফার আবেদন করা যাবে এই বলে আপাতত তাঁদের আশ্বস্ত করেছে অসম সরকার । কিন্তু নাগরিকত্ব বিভ্রাটের সঠিক সমাধান কী সেই নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন ।
advertisement
Location :
First Published :
July 31, 2018 2:28 PM IST