শাহদোল জেলার লালপুর থেকে নির্বাচনী প্রচার চালাবেন মোদি ৷ অপরদিকে, শাহদোল শহরে রোড-শো করবেন রাহুল গান্ধি ৷ যার জেরে চরম ব্যস্ত দুই রাজনৈতিক দলেরই নেতা নেত্রীরা ৷
একদিকে মধ্যপ্রদেশে মোদির সভাতে ভিড় জমায়েতে ব্যস্ত বিজেপি ৷ অন্যদিকে, রাহুলের রোড-শো-এর ম্যাপ ঠিক করছেন হাত শিবির ৷ মিছিলে জমায়েত করতে দুই দলই মহাকৌশল নিয়েছে ৷ লক্ষ্য, ভিন্ডিয়া এবং মহাকৌশল থেকে ভিড় টানতে হবে দুই দলের নেতা নেত্রীরাই ব্যস্ত ৷ দুই দলই রণকৌশল প্রস্তুতে ব্যস্ত ৷ গ্রামবাসীদের ভোট টানাই লক্ষ্য দুই দলের ৷ এর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের দু:খ, কষ্ট সেই সমস্ত কিছুও বুঝতে ব্যস্ত দুই রাজনৈতিক শিবির ৷
advertisement
মোট ২৩১টি আসনে বিধানসভা নির্বাচন হবে ৷ যার জেরে রণসজ্জার প্রস্তুতি তুঙ্গে মধ্যপ্রদেশে ৷ কাজিয়া, অন্তর্দ্বন্দ্ব এবং টিকিট না পাওয়ার অসন্তোষ দুই দলের কর্মীদের মধ্যেই ৷