দু’দিনের জন্য মধ্যপ্রদেশ যাচ্ছে নির্বাচন কমিশন ৷ ভোপাল এবং ইন্দোরে যাবেন তাঁরা ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি এবং কত টাকা খরচ হবে ৷ সেই বিষয়ে কথা বলবেন তাঁরা রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে ৷ বিধানসভা নির্বাচনে কত টাকা খরচ হবে ৷ সেই বিষয়টি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এই দু’দিনের সফরে ৷
advertisement
আরও পড়ুন: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন: শাহদোলের মাটিতে মুখোমুখি রাহুল-মোদি
মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও থাকবেন চারজন ৷ নির্বাচন কমিশনের এই দলে রয়েছেন সুনীল অরোরা, অশোক লাবাসা ৷ আজ বিকেলে ইন্দোর পৌঁছবে নির্বাচন কমিশনের দল ৷ মধ্যপ্রদেশের ৫১টি জেলার নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা ৷ সেই বৈঠকে থাকবেন আইজি, নির্বাচন কালেক্টর এবং এসপি ৷
advertisement
Location :
First Published :
November 13, 2018 11:19 AM IST