TRENDING:

পরিচালকের মাথায় হাত! 'সঞ্জু' থেকে তাঁর অংশ ছেঁটে ফেলতে বললেন খোদ মাধুরী দীক্ষিত

Last Updated:

পরিচালকের মাথায় হাত! 'সঞ্জু' থেকে তাঁর অংশ ছেঁটে ফেলেতে বললেন খোদ মাধুরী দীক্ষিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিটাউনে এখন একটাই ঝড়, ‘সঞ্জু’ ঝড়! টিজার মুক্তির পর শুরু হয়েছিল কালবৈশাখি, ট্রেলার মুক্তির পর তা আয়লার আকার নিয়েছে! ইতিমধ্যেই সোনু নিগম ও সুনিধি চৌহানের গাওয়া 'ম্যায় বড়িয়া তু ভি বড়িয়া' সুপারডুপার হিট! রেট্রো লুক-এ কাঁপাচ্ছেন রণবীর, সোনম! ওরফে সঞ্জয় দত্ত আর টিনা মুনিম। সিনেপ্রেমীদের উৎসাহ তুঙ্গে!
advertisement

কিন্তু এরমধ্যেই, দেখা দিল এক নয়া সমস্যা! ছবিতে মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তর সম্পর্কর ছবি তুলে ধরা হয়েছে। মাধুরী দীক্ষিতের চরিত্রে অভিনয় করছেন করিশ্মা তান্না। শুধু প্রফেশনাল ইক্যুয়েশনই নয়, ফুটে উঠেছে সঞ্জু আর মাধুরীর প্রেমের সম্পর্কও!

আর এখানে বাঁধল গোল! মাধুরী পরিচালক রাজকুমার হিরানিকে অনুরোধ করেছেন, তাঁর অংশটা যেন ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? খোলসা করেননি 'ধকধক গার্ল'। এদিকে ছবির শুটিং শেষ! পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষের পথে! এখন জোরকদমে চলছে প্রোমোশন!

advertisement

ছবি মুক্তির দিনও তো প্রায় এসেই গেল! মাঝে আর ক'টা মাত্র দিন! ছবিতে মাধুরী বেশ অনেকটা অংশ জুড়েই রয়েছেন! এইরকম পরিস্থিতিতে মাধুরীর থেকে এহেন অনুরোধে স্বভাবতই রাজকুমারের মাথায় হাত! মাধুরীর অংশ ছেঁটে ফেলতে গেলে, ছবির বেশ অনেকটাই রি-শুট করতে হবে! তা হলে এখন কী সিদ্ধান্ত নেওয়া হবে? তা অবশ্য জানাননি পরিচালক!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

আরও পড়ুন-একের পর এক 'সিক্রেট' ফাঁস! পড়ুন, কেন শুট হল 'সঞ্জু'র নতুন গান

বাংলা খবর/ খবর/বিনোদন/
পরিচালকের মাথায় হাত! 'সঞ্জু' থেকে তাঁর অংশ ছেঁটে ফেলতে বললেন খোদ মাধুরী দীক্ষিত