‘‘এখনও বিশ্বাস হচ্ছে না জানেন তো ৷ আর্টিস্ট ফোরাম থেকে সকালবেলা একটা মেসেজ যখন ফোনে ঢুকল ৷ আমি তো তখন আকাশ থেকে পড়ছি এক্কেবারে ৷’’-গলা ধরে এল অভিনেত্রীর ৷
আরও পড়ুন: অভিনেতা গৌতম দে প্রয়াত
আবার বলা শুরু করলেন,‘‘এই তো মাত্র তিনমাস আগেই শেষ হয়েছে কুসুমদোলা ৷ শুটিং ফ্লোরটা মাতিয়ে রাখতেন যিনি, তাঁর এত বড় একটা অসুখ রয়েছে ৷ আমরা জানতেই পারলাম না ৷ একসঙ্গে এতদিন ধরে কাজ করলাম ৷ তিনি আমাদের কিছুই বুঝতে দিলেন না ! শারীরিকভাবে একটু অসুস্থতা রয়েছে ৷ তা বুঝতে পারছিলাম ৷ তবে, কোনওদিনও কাউকেই কিছু জানাননি তিনি ৷ খবরটা জাস্ট শকিং! বিশ্বাস করতে পারছি না ৷ আমি এখনও জানার চেষ্টা করছি বিষয়টা কী হল ? মাথায় কিছুই ঢুকছে না ৷ খুব খারাপ লাগছে ৷’’
advertisement
Location :
First Published :
December 24, 2018 11:30 AM IST