আরও পড়ুন: মোদির ভারতে মানবিকতার মৃত্যু হয়েছে, আলওয়ার প্রসঙ্গে কটাক্ষ রাহুলের
ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে৷ তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ মাত্র দু সপ্তাহ আগেই রাজস্থানের আলোয়ারে গোরু চোর সন্দজেহে আকবর খান নামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়৷ দেশজুড়ে গণপিটুনির ঘটনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও৷
advertisement
আরও পড়ুন: আলওয়ার গণপিটুনির বিরুদ্ধে মহাপঞ্চায়েত, ক্ষতিপূরণ দাবি ৫০ লাখের
গতবছর ৩ এপ্রিল গোরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হন হরিয়ানার বাসিন্দা পেহলু খানকে। তার দুদিন পরে হাসপাতালে মৃত্যু হয় পেহলুর। পেহলু খানের মৃত্যুর পর গোটা দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড়। মোদী সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগে সোচ্চার হন বিরোধী নেতানেত্রীরা।
advertisement
Location :
First Published :
August 04, 2018 7:33 PM IST