TRENDING:

এ বার হরিয়ানা! গোরু চোর সন্দেহে গণপিটুনির বলি ১

Last Updated:

ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে৷ তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরিয়ানা: আলওয়ার কাণ্ডের পর মাত্র দিন পনেরোর ব্যবধান৷ ফের গোরু চোর সন্দেহে গণপিটুনিতে খুন করা হল এক ব্যক্তিকে৷ এ বার অকুস্থল হরিয়ানা৷ বৃহস্পতিবার মধ্যরাতে হরিয়ানার পালওয়াল জেলার বেহরোলা গ্রামে গোরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলে একদল জনতা৷ মৃত ব্যক্তির আরও ২ সঙ্গী পালিয়ে প্রাণে বাঁচেন৷
advertisement

আরও পড়ুন: মোদির ভারতে মানবিকতার মৃত্যু হয়েছে, আলওয়ার প্রসঙ্গে কটাক্ষ রাহুলের

ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে৷ তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ মাত্র দু সপ্তাহ আগেই রাজস্থানের আলোয়ারে গোরু চোর সন্দজেহে আকবর খান নামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়৷ দেশজুড়ে গণপিটুনির ঘটনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও৷

advertisement

আরও পড়ুন: আলওয়ার গণপিটুনির বিরুদ্ধে মহাপঞ্চায়েত, ক্ষতিপূরণ দাবি ৫০ লাখের

গতবছর ৩ এপ্রিল গোরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হন হরিয়ানার বাসিন্দা পেহলু খানকে। তার দুদিন পরে হাসপাতালে মৃত্যু হয় পেহলুর। পেহলু খানের মৃত্যুর পর গোটা দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড়। মোদী সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগে সোচ্চার হন বিরোধী নেতানেত্রীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এ বার হরিয়ানা! গোরু চোর সন্দেহে গণপিটুনির বলি ১