TRENDING:

প্রতিদিন এই ফুলে শিবপুজো করলে ফল পাবেন হাতেনাতে

Last Updated:

আশুতোষের পুজোয় একটি বেলপাতা হলেই চলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুধুই শ্রাবণ মাস নয় ভগবান শিবের পুজোয় সব সময়েই সাদা ফুল প্রধানত দরকরা হয়ে থাকে ৷ কেনন না তিনি সাদা ফুল বিসেষ করে পছন্দ করে থাকেন ৷ এছাড়াও শিবের পুজোয় আকন্দ, ধুতরা, নীলকণ্ঠ ফুলও দরকার হয়ে থাকে ৷ তিনি অত্যন্ত অল্পতেই সন্তুষ্ট ৷ আশুতোষের পুজোয় একটি বেলপাতা হলেই চলে ৷ ভোলে বাবা দেবাদিদেব মহাদেব তাঁর ভক্তদের সামন্যতম ভক্তিতেই সন্তুষ্ট হয়ে থাকেন তার জন্য আর গভীর কৃচ্ছসাধন করতে হয়না ৷
advertisement

আরও পড়ুন বাবা লোকনাথের মতাদর্শ মেনে চললেই আপনিই হবেন সবার প্রিয়-ভালবাসার মানুষ

সারা পৃথিবীজুড়ে ভগবান শিবের উপাসনায় কোনও বাহ্যিক আড়ম্বর নয় ৷ তিনি মনের ভক্তিতেই সন্তুষ্ট হয়ে থাকেন ৷ তাঁর আশীর্বাদই জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে আসে ৷ মনকে শান্ত করে ৷ অযথা যেকোনও হটকারী সিদ্ধান্ত থেকে বিরত রাখে, অবুঝ মনকে যুক্তিবাদী করে তোলে ৷ বিশ্বাস আসে নিজের উপরে ৷

advertisement

আরও পড়ুন ভারতের প্রাণ স্বামী বিবেকানন্দ, সবার স্বামীজি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রতি সোমবার শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব অপরিসীম ৷ সোমবারে শিবের পুজোয় মনস্কামনা পূরণ হয়ে ইতিমধ্যেই শ্রাবণ মাসে ২টি সোমবার অতিবাহিত হয়ে গিয়েছে বাকি দুই সোমবারে শিবের পুজো করে তাঁর আশীর্বাদ প্রাপ্ত হয়ে উঠুন ৷ তবে শ্রাবণ মাস না হলেও কোনও ক্ষতি নেই বাবা ভোলা মহেশ্বরের কাছে তাঁর সন্তানের আকূতি সবসময়েই পৌঁছয় যদি মনে থাকে বিশ্বাস ও ভক্তি ৷ তবে এই বিশেষ ফুলে শিবের পুজো করলে আপনি উপকার পাবেনই পাবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
প্রতিদিন এই ফুলে শিবপুজো করলে ফল পাবেন হাতেনাতে