TRENDING:

এই ছবি বাড়ির বাইরে প্রতিষ্ঠা করা উচিৎ, কাটবে বাধা, আসবে সুখ-সম্পত্তি

Last Updated:

আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে, কেউ আপনার অনিষ্ট করতে পারবেনা, কাটবে প্রতিকূলতা, শরীর থাকবে ভাল, কাটবে আর্থিক মন্দা, বাড়বে ঈশ্বর্য বজরঙ্গবলির কৃপায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এমনিতেই বজরঙ্গবলিকে বলা হয়ে সঙ্কটমোচক ৷ জাগতিক সব বাধা বিপত্তি থেকে যিনি বাঁচিয়ে রাখেন, তিনিই হনুমানজি ৷ অনেক সময়ে হওয়া কাজ হয়না, কোনও না কোনও গেরোয় আটকে বানচাল হয়ে যায় ৷ একমাত্র হনুমানজির পুজো করলেই সমস্ত বিপদ কেটে যায় ৷ এড়ানো সম্ভব হয়ে থাকে জীবনের বড় বিপর্যয়ও ৷
advertisement

আরও পড়ুন : সুখবর ! কমেছে সোনার দাম, এই সুযোগ লুটেপুটে নিতে বাধা কোথায়

পঞ্চমুখী বজরঙ্গবলির ছবি বাড়ির বাইরে রাখলে কোনও রকমের খারাপ কিছু আপনার বাড়ির ত্রি-সীমানায় ঘেঁসতে পারবে না ৷ আপনার কোনও রকমের কোনও ক্ষতি হবেনা, আপনার পাশাপাশি কোনও অশুভ শক্তি ঘেঁসতে পারবেনা ৷ গ্রহ শান্ত রাখবে ৷ বেশিরভাগ সময়ে গ্রহ অশান্ত হওয়াতেই আমরা ভুল কাজ করে থাকি ৷ এর ফলে আমাদের ভুগতে হয় বিস্তর ৷

advertisement

আরও পড়ুন : ভারতের প্রাণ স্বামী বিবেকানন্দ, সবার স্বামীজি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে কিছু করুন না করুন বাড়ির বাইরে এই ছবি প্রতিষ্ঠা করলে আপনার জীবনে যা যা ঘটতে পারে ৷ আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে, কেউ আপনার অনিষ্ট করতে পারবেনা, কাটবে প্রতিকূলতা, শরীর থাকবে ভাল, কাটবে আর্থিক মন্দা, বাড়বে ঈশ্বর্য বজরঙ্গবলির কৃপায় ৷ জীবন হবে সুখের ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এই ছবি বাড়ির বাইরে প্রতিষ্ঠা করা উচিৎ, কাটবে বাধা, আসবে সুখ-সম্পত্তি