রাজ্যের সমস্ত মহিলাদেরকে একটি করে স্মার্টফোন এবং ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন চন্দ্রবাবু নাইডু ৷ শুক্রবার অমরাবতীতে একটি জনসভায় এই ঘোষণা করেন তিনি ৷ নাইডুর ঘোষিত এই নয়া স্কিমের অন্তর্ভুক্ত টাকাটি তিনটি ভাগে চেক মারফত মহিলাদের দেওয়া হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ৷
প্রথম ভাগে ২,৫০০ টাকা, দ্বিতীয় ধাপে ৩,০০০টাকা এবং শেষভাগে ৪,৫০০ টাকা দেওয়া হবে ৷ ২,৫০০ টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন মহিলারা ৷ মার্চে ৩,০০০ টাকা তুলতে পারবেন মহিলারা ৷ সবশেষে, এপ্রিল মাসে ৪,৫০০ টাকা তুলতে পারবেন মহিলারা ৷ এর পাশাপাশি খুব শীঘ্রই স্মার্টফোনও রাজ্যের প্রতিটি মহিলাদের হাতে তুলে দেওয়া হবে ৷
advertisement
এই প্রসঙ্গে নাইডু বলেন, ‘আমি রাজ্যের প্রতিটি মহিলার আত্মসম্মান রক্ষা করতে চাই ৷ একজন ভাই হয়ে সকলের পাশে দাঁড়াতে চাই ৷ তারজন্য যদি কারোওর কাছে আমাকে হাত পেতে টাকা যোগাড় করতে হয় ৷ তাহলেও আমি রাজি আছি ৷’
সরকারি হিসেব-নিকেশ অনুযায়ী, রাজ্যে সবমিলিয়ে প্রায় ৯৩ লাখ মহিলা রয়েছেন ৷ এই নয়া স্কিমের জেরে প্রায় ৯৪০০ কোটি টাকা খরচ হতে চলেছে রাজ্য সরকারের ৷