কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে রূদ্ধদ্বার বৈঠকের পর এক্সক্লুসিভ সাক্ষাত্কারে শরদ পাওয়ার জানালেন, নিজেদের কোটা থেকে একটি আসন রাজু শেট্টির স্বভিমানী শেতকারি সংগঠনকে ছাড়ছে এনসিপি৷ এছাড়া কংগ্রেস কিছু আসন ছাড়ছে বামেদের৷
তা হলে রাজ ঠাকরের সঙ্গে কি জোট করছে না এনসিপি? গোটাটাই গুজব বলে উড়িয়ে শরদ পাওয়ারের দাবি, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে কোনও জোট করছে না এনসিপি৷ শরদ পাওয়ারের কথায়, 'এনসিপি ও কংগ্রেসের মধ্যে আসন ভাগ নিয়ে রফা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে৷ ২-৩টি আসন নিয়ে আলোচনা চলছে৷ আমাদের বক্তব্য, যে দলের জেতার সম্ভাবনা বেশি, বাকি ২-৩টি আসন তাদেরকেই ছাড়া হোক৷ খুব শীঘ্রই আমরা জানিয়ে দেব বাকি আসনগুলি নিয়ে৷'
advertisement
মহারাষ্ট্রে এনসিপি-কংগ্রেসের বৃহত্তর জোট নিয়ে শরদ পাওয়ারের বক্তব্য, 'রাজ্যের আরও কয়েকটি ছোটদলের সঙ্গে কথা বলছি৷ কিছু আসন তাদেরও ছাড়া হবে৷ আমি শুনেছি, রাজু চান ওয়ার্ধা আসনটি৷ কিন্তু আমি জানি, ওয়ার্ধা আমাদের সঙ্গে নেই৷ ওই এলাকার মানুষ কংগ্রেসকে চান৷ তাই আমাদের কোটা থেকেই একটি আসন স্বভিমানী শেতকারি সংগঠনকে দিচ্ছি৷'