TRENDING:

Durga Puja 2021 :বীরভূমের মহঃ বাজারের ১৮ পুতুলের দুর্গা 

Last Updated:

১৮ পুতুলের দুর্গা, এই নামটি শুনলেই কেমন নতুন নতুন লাগছে তাই তো!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে (Durga Puja 2021) স্থান বিশেষে নানান রীতিনীতি রয়েছে। স্থান বিশেষে রীতিনীতি থাকার পাশাপাশি প্রতিমার ক্ষেত্রেও নানান রূপ দেখা যায়। তবে ১৮ পুতুলের দুর্গা, এই নামটি শুনলেই কেমন নতুন নতুন লাগছে তাই তো! আসলে এমন নামের পিছনে রয়েছে কারণও।
বীরভূমের মহঃ বাজারের ১৮ পুতুলের দুর্গা
বীরভূমের মহঃ বাজারের ১৮ পুতুলের দুর্গা
advertisement

বীরভূমের মহঃবাজার ব্লকের কেওট পাড়ায় রয়েছে এই ১৮ পুতুলের দুর্গা। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে রয়েছে আলাদা উৎসাহ। এখানে রয়েছে স্থায়ী দুর্গা মন্দির। ভট্টাচার্য্য পরিবারের সদস্যদের দাবি, তাদের এই দুর্গাপুজোর বয়স আনুমানিক ৫০০ বছর পার করেছে। আট পুরুষ ধরে তাদের এই দুর্গা পুজো হয়ে আসছে।

আরও পড়ুন Durga Puja 2021:  ৯৫ বছরেও বদলায়নি রীতি! সাবেকি ও রাজকীয় রূপেই মাতৃ আরাধনা হয় শিলিগুড়ির মিত্র সম্মিলনীতে

advertisement

একচালায় রয়েছে ১৮ পুতুলের এই দূর্গা পূজোর প্রতিমা। এই দুর্গা প্রতিমার নাম এমন হওয়ার মূলে রয়েছে এই এক চালায় রয়েছে ১৮টি মূর্তি। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গনেশ, কার্তিক, অসুর, শিব, জয়া, বিজয়া, নন্দী, ভৃঙ্গী, দুজন মাঝি এবং এই সকল দেব দেবীদের বাহন মিলে মোট ১৮ টি মূর্তি থাকে (Bengal news, Birbhum)। এরই পরিপ্রেক্ষিতে এই দুর্গা পুজোর নাম হয়েছে ১৮ পুতুলের দুর্গাপুজো।

advertisement

পরিবারের সদস্য অলকেন্দু ভট্টাচার্য্য জানিয়েছেন, "এই পুজোর প্রথম উদ্বোধন করেছিলেন কাশীনাথ ভট্টাচার্য। আনুমানিক ৫০০ বছর আগে এই পুজো শুরু হয় (Durga Puja)। তারপর আমরা বছরের পর বছর ধরে আট পুরুষ ধরে এই পুজো করে আসছি। আমাদের এই পুজোর প্রতিমাতেই রয়েছে বিশেষ বিশেষত্ব। যেখানে সচরাচর মূর্তি ছাড়াও থাকেন জয়া, বিজয়া, নন্দী, ভৃঙ্গী, দুজন মাঝি।"

advertisement

পুজোর রীতির ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু বিশেষত্ব। যেমন বিজয়া দশমীর দিন বাদে প্রতিদিনই অন্নভোগ হয়ে থাকে। অন্নভোগে থাকে সাত আট রকমের ভাজা এবং অন্যান্য সামগ্রী। তবে এই অন্ন ভোগের সঙ্গে মাছের টক বাধ্যতামূলক।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja 2021 :বীরভূমের মহঃ বাজারের ১৮ পুতুলের দুর্গা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল