মেসি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য এক স্পেশাল গিফট পাঠিয়েছেন ৷ বার্সেলোনার তারকা হিসেবেই এই গিফট ৷ তিনি নিজের দশ নম্বর দেওয়া একটা জার্সি পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ৷ তাতে আবার লেখা আছে দিদি নম্বর ১০ ৷
আসলে মমতা বন্দোপাধ্যায় নিজের নামে যতটা বিখ্যাত তার চেয়েও তিনি বিখ্যাত ‘দিদি’ হিসেবে ৷ আর পৃথিবীর কিংবদন্তী ফুটবলার এলএম টেনও তাঁকে সেইভাবেই চেনেন ৷
advertisement
দিন কয়েক আগে কলকাতায় মোহনবাগানের সঙ্গে বার্সেলোনার এক প্রীতি ম্যাচ হয়েছিল ৷ সেখানেই বার্সা তারকা জুলিয়ানো বেনেত্তি ও জারি লিটমানেন দিদি-র জন্য এই স্পেশাল জার্সি তুলে দেন ফুটবল নেক্সট ফাউন্ডেশনের কর্ণধার কৌশিক মৌলিকের হাতে ৷
আরও পড়ুন -কিং কোহলির ২৪তম শতরান, দেখুন কেমন সেলিব্রেশনে মাতলেন ক্যাপ্টেন
আসলে কলকাতায় আর্জেন্টিনার হয়ে খেলে গেছেন মেসি ৷ তাই কলকাতা সম্পর্কে তিনি জানেন ৷ তাই বার্সেলোনার দল যখন কলকাতায় খেলতে এসেছিল তখন তিনি মমতা বন্দোপ্যাধায়কে বিশেষ শুভেচ্ছা জানিয়ে স্মারক এই জার্সিটি পাঠিয়েছেন ৷