আরও পড়ুন- শুক্রাণুর স্বাস্থ্যের খেয়াল রাখেন না পুরুষরাই, ক্রমেই বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্ব!
শব্দের মতোই ফুলেরও নিজস্ব ভাষা রয়েছে এবং ফুলের ভাষা সত্যিই নানান শব্দে অনুবাদ করা যেতে পারে। নিঃসন্দেহে গোলাপ মানেই প্রেম, ভালোবাসা এবং আকর্ষণ। প্রেম এবং সৌন্দর্যের প্রতীক গোলাপের আকর্ষণীয় গন্ধও নতুন বিয়ের আবহে এক অন্য মাত্রা যোগ করে। শুধুমাত্র মহিলাদের নয় পুরুষদেরও যৌন আকাঙ্খা জাগিয়ে তুলতে পারে গোলাপ। এটিই বিছানা সাজানোতে (Wedding Bed Decoration) গোলাপ ব্যবহারের প্রাথমিক কারণ।
advertisement
আরও পড়ুন- কোনও শব্দ নেই, তাও কানের মধ্যে ফিসফিস, গুঞ্জন? টিনিটাসে আক্রান্ত হতে পারেন আপনিও
কামোদ্দীপক
আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তিকে যৌনভাবে সক্রিয় করে তোলাতে বিশেষভাবে কার্যকরী গোলাপের পাপড়ি। গোলাপ বা গোলাপের নির্যাস মানবদেহের মৌলিক দোষ বাত, পিত্ত এবং কফের দু’টি উপদোষ - সাধক পিত্ত এবং প্রাণ বাতকে পরিবর্তন করে। গোলাপের পাপড়ি দুধের বা ক্ষীরের উপরেও ব্যবহার করা যায়।
নিজেকে সন্তুষ্ট করায় গোলাপ
গোলাপ উদ্বেগ এবং উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। মনে আনন্দের জোয়ার আনতে পারে। একটি সমীক্ষা অনুসারে, গোলাপের গন্ধযুক্ত পরিবেশে বিছানায় শুলে দম্পতিদের মন মেজাজ ভালো হয়ে যায় এবং সেই আনন্দ সম্পর্ককেও সুস্থ রাখে।
গোলাপ উত্তেজনা জাগায়
বিয়ের পর ফুলশয্যার রাতে একটু একটু টেনশন সকলেরই হয়, বিশেষ করে যারা প্রথমবার শারীরিক নৈকট্যে আসতে চলেছেন। গোলাপের গন্ধ নিমেষে সবটা শান্ত করে দিতে পারে এবং মেজাজ পরিবর্তন করতে পারে। অ্যারোমাথেরাপি বিশেষজ্ঞদের মতে, গোলাপ আপনাকে আরও স্বচ্ছন্দ বোধ করাতে পারে।