বিশ্বাস করা হয়, যন্ত্র, যানবাহন এবং সরঞ্জামে স্বয়ং বিশ্বকর্মা অধিষ্ঠান করেন। তাই এই দিন যন্ত্রপাতিরও পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এর ফলে কাজ নির্বিঘ্নে হয়, সময়ের অপচয় হয় না। সব কাজ সহজে সম্পন্ন হয়। ব্যবসা বা নির্মাণ সংক্রান্ত কাজে বাধা থাকলে কেটে যায় তাও। নিষ্ঠাভরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করলে শিল্প ও ব্যবসার বৃদ্ধি হয়। মেলে আর্থিক লাভ।
advertisement
আরও পড়ুন : ডিম ঝালমুড়ি! পাহাড়ে প্রকৃতির কোলে এই মুখরোচক চটপটা খেলে বেড়ানোর মজা জমজমাট
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবেন সূর্যদেব। পরদিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.৫২ মিনিটে সূর্য প্রবেশ করবেন কন্যারাশিতে। জ্যোতিষীদের মতে, কন্যা সংক্রান্তিতে প্রকট হয়েছিলেন বিশ্বকর্মা। সূর্য যেহেতু ১৬ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবেন তাই ওইদিন কন্যা সংক্রান্তি পালিত হবে। বিশ্বকর্মা পুজোও তাই হবে ওই দিন। ১৬ সেপ্টেম্বর দুপুর ১২.১৬ মিনিট থেকে সন্ধ্যা ৬.২৫ মিনিট পর্যন্ত শুভ সময়। মহা পুণ্যকাল বিকাল ৪.২২ মিনিট থেকে সন্ধ্যা ৬.২৫ মিনিট পর্যন্ত। আবার কোনও কোনও পঞ্জিকা মতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর।