সঠিক তালা, ছিটকানি, নিরাপত্তারক্ষী থাকা ছাড়াও আরও একটি ট্রিক সম্প্রতি সামনে এসেছে। যেখানে ঘরোয়া জিনিস দিয়েই চোর আটকানো রোখা যেতে পারে। আলাদা কোনও খরচও করতে হবে না। চোর ঘরে ঢোকার সময়তেই টের পেয়ে যাবেন আপনি। এমনকি এমনটা করলে চোর ঘরে ঢোকার আগেই পালিয়ে যেতে পারে।
advertisement
সামান্য একটা স্টিলের গ্লাস ও স্টিলের চামচ দিয়েই আপনি আটকাতে পারেন ঘরে চোর বা ডাকাতের প্রবেশ। এবার ভাবছোন কীভাবে এমনটা সম্ভব হবে? একটি স্টিলের চামচ নিতে হবে প্রথমে। দরজা বন্ধ করার পর ফ্রেম আর দরজার মাঝে যে ফাঁকা অংশ থাকে সেখানে চামচের ধরার দিকটি ঢুকিয়ে দিতে হবে। যাতে তা আপনাআপনি পড়ে না যায়।
আরও পড়ুনঃ Lottery: লটারিতে কোটি টাকা জেতার ১০০ শতাংশ গ্যারান্টি! দুই অধ্যাপক আবিষ্কার করলেন এমন ফর্মুলা!
এবার একটি স্টিলের গ্লাস নিয়ে চামচের সামনের অংশে গ্লাসের মুখটি ঢুকিয়ে দিতে হবে। যাতে গ্লাসটি ঝুলে থাকে। এমন অবস্থায় কেউ যদি বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করে, তখন দরজা ঠেললেই গ্লাস আর চামচ দুটোই মাটিতে পড়ে জোরে শব্দ হবে। তাতে গৃহকর্তাদের ঘুম ভেঙে যাবে আর শব্দে চোর বা ডাকাতও পালিয়ে যতে পারে।