TRENDING:

একটি স্টিলের চামচ আর গ্লাস থাকলেই ঘরে ঢুকতে পারবে না চোর-ডাকাত! কীভাবে? জেনে নিন

Last Updated:

Trick to prevent thieves or robbers from entering your house using a steel spoon: শহর হোক আর জেলা, বিভিন্নি জায়গায় প্রায়শই শোনা যায় চুরি-ডাকাতির ঘটনা। অনেক ক্ষেত্রে বাড়িতে লোক থাকাকালীনও রাতে চোর-ডাকাত ঘরে ঢুকে সব লুঠ করে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শহর হোক আর জেলা, বিভিন্নি জায়গায় প্রায়শই শোনা যায় চুরি-ডাকাতির ঘটনা। অনেক ক্ষেত্রে বাড়িতে লোক থাকাকালীনও রাতে চোর-ডাকাত ঘরে ঢুকে সব লুঠ করে যায়। অনেক সময় আবার দেখা যায় চোরেরা বাড়ির লোকেদের বেহুশ করে দিয়ে নিজেদের কাজ করে চম্পট দিয়ে থাকে। যার ফলে সর্বশান্ত হন সাধারণ মানুষ।
News18
News18
advertisement

সঠিক তালা, ছিটকানি, নিরাপত্তারক্ষী থাকা ছাড়াও আরও একটি ট্রিক সম্প্রতি সামনে এসেছে। যেখানে ঘরোয়া জিনিস দিয়েই চোর আটকানো রোখা যেতে পারে। আলাদা কোনও খরচও করতে হবে না। চোর ঘরে ঢোকার সময়তেই টের পেয়ে যাবেন আপনি। এমনকি এমনটা করলে চোর ঘরে ঢোকার আগেই পালিয়ে যেতে পারে।

advertisement

সামান্য একটা স্টিলের গ্লাস ও স্টিলের চামচ দিয়েই আপনি আটকাতে পারেন ঘরে চোর বা ডাকাতের প্রবেশ। এবার ভাবছোন কীভাবে এমনটা সম্ভব হবে? একটি স্টিলের চামচ নিতে হবে প্রথমে। দরজা বন্ধ করার পর ফ্রেম আর দরজার মাঝে যে ফাঁকা অংশ থাকে সেখানে চামচের ধরার দিকটি ঢুকিয়ে দিতে হবে। যাতে তা আপনাআপনি পড়ে না যায়।

advertisement

আরও পড়ুনঃ Lottery: লটারিতে কোটি টাকা জেতার ১০০ শতাংশ গ্যারান্টি! দুই অধ্যাপক আবিষ্কার করলেন এমন ফর্মুলা!

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

এবার একটি স্টিলের গ্লাস নিয়ে চামচের সামনের অংশে গ্লাসের মুখটি ঢুকিয়ে দিতে হবে। যাতে গ্লাসটি ঝুলে থাকে। এমন অবস্থায় কেউ যদি বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করে, তখন দরজা ঠেললেই গ্লাস আর চামচ দুটোই মাটিতে পড়ে জোরে শব্দ হবে। তাতে গৃহকর্তাদের ঘুম ভেঙে যাবে আর শব্দে চোর বা ডাকাতও পালিয়ে যতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
একটি স্টিলের চামচ আর গ্লাস থাকলেই ঘরে ঢুকতে পারবে না চোর-ডাকাত! কীভাবে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল