ভিডিওটিতে প্রায় দু' বছর বয়সি একটি ছোট্ট মেয়েকে তার চার মাস বয়সি বোনের যত্ন নিতে দেখা যায়। মাস চারেকের ছোট বোনকে ঘুম পাড়াতে চেষ্টা করতেও দেখা যায় বছর দুয়েকের বড় দিদিকে। ছোট বোনকে যাতে কেউ বিরক্ত না করে সেদিকেও কড়া দৃষ্টি বড় দিদির। ভিডিও দেখে মনে হবে, যেন দিদি নয়, আদতে মা হয় সে। এমনই একটি কিউট ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটি বস্তুত দুই শিশুর মা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এই ভিডিওতে দুটি বাচ্চা মেয়েকে দেখা যায় যাঁরা দুই বোন। বড় বোন উইনির বয়স প্রায় ২ বছর, ছোট বোন বানির বয়স চার মাস। ছোটবোনের জন্মের কিছুদিন পর, উইনি বুঝতে শুরু করে কীভাবে তার ছোট বোনের যত্ন নেওয়া যায়। যখনই বানি কাঁদতে শুরু করে, সে তাকে চুপ করার জন্য অনুরোধ করতে শুরু করে। যদিও এই মুহূর্তে তার কথা তেমন স্পষ্ট নয়, তবু ছোটবোনকে নানা ভাবে শান্ত করার চেষ্টা চালিয়ে যায় বড় বোন। বোনের পট্টি পেয়েছে কিনা সেই প্রশ্নও করে সে। আর মজার এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় দেখতে না দেখতে।
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও ভিডিওটি দেখে খুব একচোট মজা পেয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট বোনটি বিছানায় শুয়ে আছে। আর তার ঠিক পাশে বিছানার ধরে দাঁড়িয়ে বোনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দিদি, উইনি। আচমকা বোন 'বানি' কাঁদতে শুরু করতেই সে তার ছোট বোনকে জিজ্ঞেস করে- "কী হয়েছে, ছিছি আয়ি, পোট্টি আয়ি।"
এই সুন্দর ছোট্ট ভিডিওটি মুহূর্তে মানুষের মন জয় করে নিয়েছে। এই ভিডিওটি শেয়ার করে মেয়েটির মা বলেন, বড় বোন একটু দুষ্টু হলেও বোনের যত্ন নিতে ভোলেন না। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছে।