TRENDING:

মাধুরী দীক্ষিত নেনের সুপার নাচ-আলকা ইয়াগনিকের সুপারহিট গান, শরীরী মোচড়ে ভাইরাল যুবতী

Last Updated:

সুপার ভিডিওটি ভাইরাল হয়েছে ফেসবুকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আশির দশকের একটি জনপ্রিয়া গানে ঝড় তুলেছিল সেটি হল এক দো তিন, চার পাঁচ ছে সাত আট নও দশ গেয়ারা ৷ তেজাব ছবিতে অলকা ইয়াগনিকের এই দুর্দান্ত গানের সঙ্গে জমাটি নাচ নেচেছিলেন মাধুরী দীক্ষিত নেনে ৷ এই নাচই ভারতীয় চলচ্চিত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে ৷ এই বিশেষ ধরনের নাচ যেখানে মাধুরী দীক্ষিত এক অনবদ্য ভঙ্গিতে বিনোদন ৷ যা সমস্ত মানুষের বিনোদনের গুণকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ৷
advertisement

সেই ছবিই দশকের পর দশক ধরে সবার মনে জায়গা করে রেখেছে ৷ আলকা ইয়াগনিকের গান ও মাধুরী দীক্ষিত নেনের নাচ এক বড়সড় আলোড়ন তুলেছে ফেসবুকে ৷ এই গানের সঙ্গে নতুন করে নাচ সঙ্গে শরীরী মোচড়ও, এক কথায় বিনোদনের মাত্রা বাড়িয়েছে কয়েকগুণ ৷ সুপারহিট গানের সঙ্গে বেলিডান্সের কম্বিনেশন এক নতুন মাত্রা যোগ করেছে ৷ ইতিমধ্যেই কোটি কোটি দর্শক ভিডিওটি শেয়ার করেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

দুরন্ত এই ভিডিওটি ফেসবুকে তুলেছে ঝড় ৷ প্রতিটি মুহূর্তেই ক্রমেই বাড়ছে ভিউ সঙ্গে শেয়ার ও লাইকের বন্যাও ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাধুরী দীক্ষিত নেনের সুপার নাচ-আলকা ইয়াগনিকের সুপারহিট গান, শরীরী মোচড়ে ভাইরাল যুবতী