এক জীবনে সব পাওয়া কখনই সম্ভব নয় ৷ আশা করাটাও ঠিক নয় ৷ সব পাওয়ার আশায় চরম হতাশায় কাটাতে হয় জীবন ৷ কেননা সব পেলে নষ্ট জীবন ৷ এমনই এক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে ফেসবুকে এমন এক আনন্দধাম যেখানে এক পরিচিত হিন্দি গানের সঙ্গে নাচছেন বেশ কয়েকজন বয়স্ক মানুষের জীবনের বাকি দিনগুলির আনন্দ চেটেপুটে নেওয়াটাই জীবন ৷
advertisement
জীবনের গল্প অল্প হলেও তা জীবনকে স্বর্শ করে বারাবারে ৷ এমনই এক ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যেখানে ৷ হিরো নম্বর ওয়ানের সোনা কিতনা সোনা হ্যায় গানে তুমুল মনেছেন বেয় কয়েকজন মানুষ তবে সব থেকে বেশি চোখে পড়েছে এক বয়স্ক মানুষ ৷ মনের আনন্দে তিনি নেচে যাচ্ছেন ৷ তবে এই ভিডিওটি-র সত্যতা আমরা যাচাই করিনি ৷ এমনও হতে পারে ভিডিওটি আগে শ্যুট করার পরে হিন্দি গানটি সম্পাদিত হয়েছে ৷ তবে গানটির মূল উপজীব্য হল জীবনকে লুটেপুটে আনন্দ করা সেখানে বয়স কোনও বাধাই নয় ৷ যেখানে আনন্দই শেষকথা নয় ৷