TRENDING:

নব্বইয়ের দশকের সুপরাহিট গানে তিন যুবতীর জমাটি বেলিডান্স সুপার এক্সপ্রেস গতিতে ভাইরাল

Last Updated:

সুস্মিতা সেনের আদাতেই পাগল হয়েছেন সব বয়সের দর্শকেরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্দান্ত নাচ ও আকর্ষণীয় বেলি ডান্সে কেঁপে উঠল ৷ নাচের এই বিশেষ শিল্পটি বিদেশ থেকেই প্রাপ্ত ৷ তবে দিনের পর দিন এই বিশেষ শিল্পটি দিনে দিনে মানুষের কাছে অত্যন্ত প্রিয় নাচের আঙ্গিকে পরিণত হচ্ছে ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে ৷ নব্বইয়ের দশকের সুপারহিট গানে তুমুল বেলিডান্স তিন যুবতীর ৷
advertisement

তিন যুবতী মিলে বিবি নম্বর ওয়ানের সুপারহিট গানের সঙ্গে জমিয়ে নেচেছেন ৷ গানটি হল চুনরি চুনরি গানটিতেই ঝড় উঠেছে ফেসবুকে ৷ এই গানটি দৃশ্যত হয়েছিল সলমন খান ও সুস্মিতা সেনের উপরে এছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও করিশমা কাপুরও ৷ ডেভিড ধওয়ানের নির্দেশনায় একটি দুর্দান্ত ছবি দর্শকদের উপহার পেয়েছিলেন ৷

advertisement

২৮ মে ১৯৯৯ সালে সারা দেশে মুক্তি পয়েছিল ছবিটি ৷ বলা যেতে পারে বক্স অফিসে ঝড়ও তুলেছিল ৷ ৫৩২ মিলিয়ন রোজগারও করেছিল ছবিটি ৷ বাসু ভগনানির অন্যতম সুপারহিট ছবি ছিল বিবি নম্বর ১ ৷ অনুমালিকের সুরে বেশ কিছু আসাধারণ গানের নির্মাণ হয়েছিল ৷ আজ থেকে প্রায় ২০ বছর আগেকার ছবিতেও ভিডিও শ্যুট করেন আজকের দিনের যুবক যুবতীরা এর থেকেই বোঝা যায় ছবির গানটি কতখানি সুপারহিট হয়েছিল যা মানুষের মনে এখনও রয়ে গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই ভিডিওটিই রইল আপনাদের জন্য দেখে নিন এক নজরে যা তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া বারেবারে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নব্বইয়ের দশকের সুপরাহিট গানে তিন যুবতীর জমাটি বেলিডান্স সুপার এক্সপ্রেস গতিতে ভাইরাল