সানকিসড স্কিন এবং ক্যাট উইং:
আজকাল আমরা নিজেদের সানকিসড লুক অনেক সময়েই সেলফি-বন্দি করে থাকি। আর গরমের মেক-আপের জন্যও সানকিসড লুক একেবারে আদর্শ। এই লুক আনতে গেলে তাই বেছে নেওয়া যেতে পারে ওয়ার্ম বা উষ্ণ টোনের কোনও ব্রোঞ্জার। গালে এই ব্রোঞ্জার লাগিয়ে তা ব্রাশের মাধ্যমে নাকের দিকে ভালো করে মিলিয়ে দিতে হবে। এই মেক-আপের সঙ্গে চোখে ক্যাট আই উইং মেক-আপ হলে তো কথাই নেই। তবে এই ধরনের স্টাইলের ক্ষেত্রে চোখের পাতার মাঝখান থেকে চোখের অল্প বাইরের অংশ পর্যন্ত আইলাইনার দিয়ে উইংয়ের স্টাইলে চোখ এঁকে নিতে হবে। এতে দারুণ বোল্ড লুক আসবে।
advertisement
মনোটোন আইশ্যাডো:
দুই বা একাধিক রঙের আইশ্যাডো একসঙ্গে মিলিয়ে ব্যবহার করলে দেখতে দারুণ লাগে। তবে একটি মাত্র রঙের আইশ্যাডো লাগিয়ে সেটিকে চোখের পাতার উপরের অংশে ভালো করে ব্লেন্ড করলে অসাধারণ দেখাবে। সেক্ষেত্রে এই গ্রীষ্মে বোল্ড নিয়ন রঙ ব্যবহার করলে সকলের নজর কাড়া যাবে। যাঁরা আইশ্যাডো ভালো ভাবে ব্লেন্ড করতে পারেন না, তাঁরা চোখের মেক-আপের জন্য বোল্ড রঙের ম্যাট ক্রিমি আই পেনসিল ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: Weight Loss: খেয়ে যান হাত খুলে! ওজন বৃদ্ধির তোয়াক্কা না-করেই যত খুশি খাওয়া যেতে পারে এই সব খাবার!
ভ্রু-র কারসাজি এবং ডাবল উইং:
এই সময় ভ্রু আঁকতে হবে পালকের মতো স্টাইলে। আর তা যেন হয় নিখুঁত ভাবে বাঁকানো। এক্ষেত্রে ভ্রু-পল্লবে পালকের মতো লুক আনতে ব্রো-ওয়্যাক্স ব্যবহার করা যাতে পারে। এর সঙ্গে ডাবল উইং স্টাইলে আইলাইনার দিয়ে চোখ এঁকে নিতে হবে। বোল্ড লুক আনতে এক্ষেত্রে কালো লাইনার দিয়ে প্রথমে চোখ এঁকে নিয়ে তার উপরে বোল্ড রঙের আইলাইনার দিয়ে উইং এঁকে নেওয়া যেতে পারে। গ্রীষ্মের মরসুমে আবার ইলেকট্রিক পিঙ্ক, কমলা এবং ইলেকট্রিক ব্লু-র মতো শেডের আইলাইনার দারুণ মানাবে।
বোল্ড বেরি লিপ:
উজ্জ্বল লালের থেকে ঠোঁটের থেকে এই গরমে আর কিছুই বোধহয় ভালো হতেই পারে না। এই গ্রীষ্মে সুন্দর করে আঁকা নিখুঁত ভ্রু-পল্লব এবং গাঢ় লাল ঠোঁট বেশ ফ্যাশনেবল লুক এনে দেবে। ভারতীয় স্কিন টোনের জন্য চেরি, প্লাম, লাইচি, পমেগ্র্যানেটের মতো লালের নানা শেড একেবারে আদর্শ।
সানসেট আই-মেকআপ:
এই মরসুমের আরও একটি ট্রেন্ড হল সানসেট আই। এক্ষেত্রে চোখের পাতায় কপার এবং গোল্ড শেডের আইশ্যাডো ভালো করে ব্লেন্ড করে কোমল কমলা এবং বাদামি রঙের ছোঁওয়া আনতে হবে। আর এর জন্য চোখের পাতায় একটি আই প্রাইমার এবং মেটালিক শ্যাডো ব্যবহার করতে হবে, যাতে দেখে যেন মনে হয়, চোখেই লেগে রয়েছে সূর্যাস্তের আভা।