যখন কেউ ব্রেকআপ করতে চায় তখন এমন কোনও শব্দ ব্যবহার করা উচিত নয় যাতে দুজনের মধ্যে খারাপ মনোভাব তৈরি হয়। ব্রেকআপ খুব সাধারণ একটা বিষয়। যখন দুটি মানুষ এক সম্পর্কে থাকতে পারে না তখন তাঁরা ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তা বলে সম্পর্কের মাধুর্যতা নষ্ট করা উচিত নয়। তাই ব্রেকআপ করার সময় কখনও কটু কথা বলা উচিত নয়।
advertisement
যখন কারোর সঙ্গে ব্রেকআপ করা প্রয়োজন তখন নির্দিষ্ট কারণ দিয়ে ব্রেকআপ করা প্রয়োজন। কোনও মিথ্যা বা ছলনার আশ্রয় নেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। সঙ্গী বা সঙ্গীনীকে ব্রেকআপের প্রসঙ্গে বলার নির্দিষ্ট কারণ এবং তার পরিপ্রেক্ষিতে যুক্তি দেওয়া যেতে পারে। এতে ব্রেকআপের পর ভুল বোঝাবুঝি থাকে না।
ব্রেকআপের জন্য কাউকে দোষারোপ করা একদম উচিত নয়। কারোর জন্য ব্রেকআপ করতে হল এই ধরনের মন্তব্য নিষ্প্রয়োজন। এতে বরং ব্রেকআপের পরেও সম্পর্ক আরও খারাপ হয়।যদি মনে হয় ব্রেকআপ করা প্রয়োজন তাহলে যাঁর প্রথমে মনে হবে তাঁর উচিত প্রথমে বলা। কোনও খারাপ ব্যবহার করা উচিত হবে না। ব্রেকআপ প্রয়োজন তা সরাসরি বলাই শ্রেয়। এবং কী কারণে ব্রেকআপের সিদ্ধান্ত সেটাও বলা প্রয়োজন।
ব্রেকআপের পরেও পরিণত মানুষের মতো ব্যবহার করা উচিত। ব্রেকআপের বিষয়ে কারোর কাছে কিছু বলা প্রয়োজন নেই। এমনকী ব্রেকআপের পর দুজনের মধ্যে কোনও যোগাযোগ রাখা উচিত নয়।
সম্পর্ক ছেদ করতে গেলে প্রতিটি মানুষের এই বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন।