উজ্জ্বল হলুদ রঙের বাথরোবে রয়েছে ভারসাচে-এর মোটিফ। স্নানপোশাকের সঙ্গে মানানসই নায়কের শৌখিন কোমরবন্ধনীও। হলুদ কালোর যুগলবন্দিতে রণবীর হয়ে উঠেছেন আধুনিক ফ্যাশনের আইকন। কিন্তু জানেন কি রণবীরের পরনের এই বাথরোবের দাম কত? ভারসাচে-এর তৈরি হালফ্যাশনের এই স্নানপোশাকের দাম ৫৮ হাজার ৩০০ টাকা। রণবীরের শরীরী ভাষায় ফুটে উঠেছে ভারসাচে-এর শৈল্পিক সুষমা।
advertisement
প্রসঙ্গত ২৫ মে করণ জোহরের জন্মদিনেই প্রকাশ্যে আসে তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র পোস্টার।
রণবীরের পাশাপাশি ছবির নায়িকা আলিয়ার লুক এর মধ্যেই ভাইরাল। এই ছবিতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ও।
রনধওয়া এবং চট্টোপাধ্যায় পরিবারের গল্প নিয়েই ছবি। ছবির অন্দরমহলের গল্প গোপন রেখেছেন কুশীলবরা। মনে করা হচ্ছে ছবিতে চিত্রনাট্যে চট্টোপাধ্যায় পরিবারের দুই সদস্যের ভূমিকায় অভিনয় করছেন টোটা ও চূর্ণী।