৩০ অগাস্ট না কি ৩১ অগাস্ট— রাখির জন্য সব থেকে উপযুক্ত দিন কোনটি, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। রাখি বন্ধনের পবিত্রতম মুহূর্তটি কোনটি, ভাইয়ের হাতে রাখি বেঁধে দেওয়ার সময় কোন ভুলগুলি এড়িয়ে যাওয়া উচিত, এই সব বিষয় নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন।
বিস্তারিত জেনে নিন মহারাষ্ট্রের জ্যোতিষী পদ্মাকর পেঠকরের কাছ থেকে।
advertisement
এই বছর ৩০ অগাস্ট ভদ্রা নক্ষত্রের সময় থাকছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তাই এই সময়ে রাখি বাঁধা যাবে না। এই সময়কে অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষগুরু জানালেন এই নক্ষত্রকে অশুভ বলে মনে করার কিছু কারণ। সেই সঙ্গে তিনি জানান, এই বছর রাখি বন্ধন উৎসব পালন করা যেতে পারে ৩১ অগাস্ট সকাল ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত।
হিন্দু জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী ভদ্রা নক্ষত্রের সময় কালকে অশুভ হিসেবে ধরা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, এই ভদ্রা নক্ষত্রের সময়কালে শূর্পনখা তাঁর ভাই রাবণের হাতে রাখি বেঁধেছিলেন। তারপর তাঁদের বংশ ধ্বংস হয়ে যায়। তাই এই সময়কে অশুভ হিসেবে গণ্য করা হয়।
পেঠকর জানান, ভদ্রা আসলে নিজে সূর্যের কন্যা, ভগবান শনির বোন। ভারতীয় পুরাণ ভদ্রার রুক্ষ্ম মেজাজ ও কোপন স্বভাবের কারণে তাকে এড়িয়ে যাওয়ার পরামর্শই দেয়।
যা যা করা যাবে না—
সম্পূর্ণ প্লাস্টিকে রাখি পরানো যাবে না। এটা একদিকে যেমন শাস্ত্র সম্মত নয়, ঠিক তেমনই পরিবেশের জন্যও উপযুক্ত নয়।
রাখি যেন ভাঙা বা খণ্ডিত না হয়।
রাখিতে যেন কোনও কালো সুতো বা রঙ না থাকে।
খুব বড় রাখি হওয়া ভাল নয়। কব্জির উপরে খুব বেশি বড় রাখি পরানো উচিত নয়।
ভদ্রাকালে রাখি বাঁধা উচিত নয়।
রাখি পরা/পরানোর সময় যেন ভাই বা বোন কালো পোশাক না পরেন।