TRENDING:

Purulia News: প্রাচীন রীতিতে সবুজের কোলে প্রকৃতির উপকরণে পূজিত গ্রামদেবতা

Last Updated:

Purulia News: আদিবাসী ভুমিজ সম্প্রদায়ের অন্যতম পুজো গ্রাম পুজো , কি কারনে এই দেবতার পুজো করা হয় জানেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া ‌: প্রকৃতির আরাধনা করে থাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাই পুরুলিয়ায় গ্রাম দেবতার পুজো খুবই জনপ্রিয়। নেই কোন মন্দির, নেই কোন ব্রাহ্মণ পুরোহিত, আদিবাসী ভূমিজ লায়া দ্বারা পূজিত হন বলরামপুরের গ্রাম-দেবতা। বলরামপুর চুটকিডি গামে গাছের তলায় পূজিত হয়ে থাকেন বলরামপুর গ্রাম দেবতা। এই গ্রাম থানে পুজো দেওয়ার জন্য বলরামপুরের বিভিন্ন জায়গা-সহ দূর-দূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ ভিড় করেন। নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি সকলেই এখানে পুজো দিতে আসেন। সকাল থেকেই লক্ষ্য করা যায় পুণ্যার্থীদের ভিড়। হাতি ঘোড়া এবং শাল ফুল নিবেদনের মধ্য দিয়ে পুজো করা হয় গ্রামদেবতাকে। এই গ্রামদেবতাকে ঘিরে দৃঢ় আস্থা-বিশ্বাস রয়েছে জনসাধারণের মনে। কথিত আছে মাটির হাতি, ঘোড়া নিবেদনের মধ্য দিয়ে গ্রাম দেবতার কাছে মানত করলে অবশ্যই তা পূরণ হয়।
advertisement

এ বিষয়ে আদিবাসী ভূমিজ লায়া মেঘনাদ সিং সর্দার‌ বলেন , আদিকাল থেকেই এই পুজো হয়ে আসছে। তাদের পূর্বপুরুষেরা এভাবেই পুজো করেছেন। তারাও সেই রীতিনীতি মেনে পুজো করছেন। কোনরকম মন্দির বা মূর্তি ছাড়া গাছের নিচেই পুজো করেন তারা। ‌ ভক্তরাও নিজেদের বিশ্বাসভক্তি নিয়ে এই পুজোয় অংশ নেন। ‌ তাই ১০০ বছরের প্রাচীন এই পুজো। ‌

advertisement

এ বিষয়ে পুরুলিয়া মানভূম কালচারাল একাডেমিক সদস্য শিব শংকর সিং‌ বলেন , গ্ৰামদেবতার পুজো বহু প্রাচীন।‌ এর সঠিক কোনও হিসাব নেই। তিনি ছোটবেলা থেকেই এই পুজোয় অংশ নিচ্ছেন। বহু মানুষ ভিড় করেন এই পুজোয়।‌ মানুষের বিশ্বাস ও আস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে এই পুজো।

আরও পড়ুন : আজ বুদ্ধ পূর্ণিমায় ভুলেও খাবেন না এই ৫ সবজি, ৩ মশলা! সংসারে নেমে আসবে দুর্ভাগ্যের কালো ছায়া! রাতে এই ছোট্ট কাজে সংসারে অর্থ ও সৌভাগ্যের বর্ষা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপান্বিতা অমাবস্যায় বর্গভীমা হয়ে ওঠেন রাজরাজেশ্বরী! ভোর থেকে শুরু হয় বিশেষ পুজোপাঠ
আরও দেখুন

পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে গ্রামদেবতার পুজোর রীতি ভীষণই প্রচলিত। মানুষের ধারণা গ্রামদেবতার পুজো করা হলে গোটা গ্রামের রক্ষা করেন তিনি। তাই পরিবারের কল্যাণে এই পুজো করে থাকেন অনেকেই। নারীদের পাশাপাশি পুরুষেরাও এই পুজোয় অংশ নেন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia News: প্রাচীন রীতিতে সবুজের কোলে প্রকৃতির উপকরণে পূজিত গ্রামদেবতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল