এ বিষয়ে আদিবাসী ভূমিজ লায়া মেঘনাদ সিং সর্দার বলেন , আদিকাল থেকেই এই পুজো হয়ে আসছে। তাদের পূর্বপুরুষেরা এভাবেই পুজো করেছেন। তারাও সেই রীতিনীতি মেনে পুজো করছেন। কোনরকম মন্দির বা মূর্তি ছাড়া গাছের নিচেই পুজো করেন তারা। ভক্তরাও নিজেদের বিশ্বাসভক্তি নিয়ে এই পুজোয় অংশ নেন। তাই ১০০ বছরের প্রাচীন এই পুজো।
advertisement
এ বিষয়ে পুরুলিয়া মানভূম কালচারাল একাডেমিক সদস্য শিব শংকর সিং বলেন , গ্ৰামদেবতার পুজো বহু প্রাচীন। এর সঠিক কোনও হিসাব নেই। তিনি ছোটবেলা থেকেই এই পুজোয় অংশ নিচ্ছেন। বহু মানুষ ভিড় করেন এই পুজোয়। মানুষের বিশ্বাস ও আস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে এই পুজো।
পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে গ্রামদেবতার পুজোর রীতি ভীষণই প্রচলিত। মানুষের ধারণা গ্রামদেবতার পুজো করা হলে গোটা গ্রামের রক্ষা করেন তিনি। তাই পরিবারের কল্যাণে এই পুজো করে থাকেন অনেকেই। নারীদের পাশাপাশি পুরুষেরাও এই পুজোয় অংশ নেন।