TRENDING:

Pooja Recipe: সামান্য উপকরণ, তৈরি হবে ঝটপট, নবমীতে জিভে-জল-আনা কাঁচালঙ্কা মুরগি, রইল রেসিপি

Last Updated:

নবমীর দুপরে ঝটপট বানিয়ে ফেলুন পুরনো বংলার এমন এক রেসিপি যা এখনকার সময় প্রায় হারিয়েই গিয়েছে! কাঁচালঙ্কা মুরগি! দেখবেন, সবাই হাত-চেটে খাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুজো মানেই পেটপুজো, তা ঠিক! কিন্তু সারা দিন রান্নাঘরে কাটালে তো চলবে না! এদিকে জমিয়ে লাঞ্চ-ও সারতে হবে! কাজেই নবমীর দুপরে ঝটপট বানিয়ে ফেলুন পুরনো বংলার এমন এক রেসিপি যা এখনকার সময় প্রায় হারিয়েই গিয়েছে! কাঁচালঙ্কা মুরগি! দেখবেন, সবাই হাত-চেটে খাবে!
advertisement

কাঁচা লঙ্কা মুরগি বানাতে লাগবে ৫০০ গ্রাম মুরগির মাংস, ১ কাপ পেঁয়াজ কুচি, ৩ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, ৩ টেবিল চামচ ধনেপাতা বাটা, আধ কাপ টক দই, ৭-৮টা গোটা গোলমরিচ, ২টি ছোট এলাচ, ৪টি লবঙ্গ, ১টি দারচিনি, পরিমাণমত সর্ষের তেল, ৩টে কাঁচালঙ্কা, স্বাদমত নুন।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

একটি পাত্রে মুরগির মাংস নিয়ে একে একে দই, আদা রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা,ধনেপাতা বাটা, নুন ও সামান্য সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে ১-২ ঘণ্টা ফ্রিজে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা আর গোলমরিচ ফোঁড়ন দিন। সামান্য নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ হালকা বাদামী হয়ে এলে ম্যরিনেট করা মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিয়ে ষাকা চাপা দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে চেরা কাঁচালঙ্কা ও সর্ষের তেল ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে নিন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pooja Recipe: সামান্য উপকরণ, তৈরি হবে ঝটপট, নবমীতে জিভে-জল-আনা কাঁচালঙ্কা মুরগি, রইল রেসিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল