শুধু ক্যান্সার নয়, প্লাস্টিকের বোতলে থাকা রাসায়নিকের প্রভাবে ডায়াবেটিস, নার্ভের অসুখ, ওবেসিটিতে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা আছে ৷ প্লাস্টিকের বোতলের সঙ্গে মারণ রোগ ক্যানসারের সম্পর্ক কীভাবে ? পরীক্ষার পর দেখা গিয়েছে যে প্লাস্টিকের বোতলে থাকে এন্ডোক্রাইন ডিসরাপটিং কেমিক্যালস(ইডিসি), যা শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে বা বিভিন্ন হরমোনকে নষ্ট করে ৷ ফলে ডায়াবেটিস থেকে অটিজম বা নার্ভ ডিসঅর্ডারের মতো রোগ থাবা বসাতে পারে শরীরে ৷ প্রায় ৫ হাজার জনের মধ্যে উপর পরীক্ষা চালানোর পর বিজ্ঞানীরা এই ফলাফল প্রকাশ করেছেন ৷ এই পরীক্ষায় ইডিসি-র প্রভাবে কী কী রোগ হতে পারে, সেটাও স্পষ্ট হয়েছে ৷ প্লাস্টিকের ব্যবহার কমাতে অনেক জায়গাতেই অনেক কিছু করা হলেও আদতে তা কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ৷
advertisement
Location :
First Published :
October 19, 2016 2:22 PM IST