TRENDING:

Viral Child Marriage: বিয়ে না দিলে লেখাপড়াই করবে না! আব্দার মেটাতে ১২ বছরের মেয়ের সঙ্গে ১৩ বছরের কিশোরের বিয়ের এনগেজমেন্ট বাড়ির লোকের

Last Updated:

Viral Child Marriage: পাকিস্তানে বিয়ের বয়স নিয়ে আইনি কড়াকড়ি থাকা সত্ত্বেও এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হবু কিশোর কিশোরী পাত্র পাত্রীর ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে পাকিস্তানি হবু পাত্রের বয়স ১৩ বছর৷ যাকে বিয়ে করতে চলেছে সে, তার বয়স ১ বছর কম৷ পাকিস্তানে বিয়ের বয়স নিয়ে আইনি কড়াকড়ি থাকা সত্ত্বেও এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে৷
এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে
এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে
advertisement

প্রসঙ্গত পাকিস্তানে ছেলেদের বিয়ের আইনি ন্যূনতম বয়স ১৮ বছর৷ মেয়েদের ক্ষেত্রে এই বয়স ১৬ বছর৷ যদিও আন্তর্জাতিক ভাবে ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই ন্যূনতম আইনি বিয়ে ১৮ বছর৷ ২০১৩ সালে পাকিস্তানের সিন্ধ প্রদেশে নারী পুরুষ দু’জনের জন্যই বিয়ের ন্যূনতম আইনি বয়স ১৮ বছর করার দাবি তোলা হয়েছিল৷ কিন্তু সেই দাবি শেষ পর্যন্ত আইনে রূপান্তরিত হয়নি৷

advertisement

পাকিস্তান থেকে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ঘিরে আরও যে চমকপ্রদ বিষয়টি শোনা যাচ্ছে, তা হল, ওই কিশোর নাকি বাড়িতে বায়না করেছিল তার বিয়ে না দিলে আর লেখাপড়াই করবে না! তার ‘চরম হুমকি’ পাওয়ার পরই টনক নড়ে তার বাড়ির লোকের৷ ব্যবস্থা করা হয় এনগেজমেন্ট বা ‘পাকা কথা’-র৷

আরও পড়ুন : নামানোর আগে গরম রান্নায় ছড়িয়ে দিন এই শুকনো পাতার গুঁড়ো…বশে থাকবে ব্লাড সুগার, হার্টের অসুখ থেকে কোষ্ঠকাঠিন্য

advertisement

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ‘বাত পাক্কি’ অনুষ্ঠানে হবু বিয়ের দিনক্ষণে সিলমোহর পড়েছে৷ সংবাদমাধ্যমে কথা বলেছেন কিশোর কিশোরী দু’জনের মা-ই৷ কিশোরীর মা মেনে নিয়েছেন এই সম্পর্ক৷ বলেছেন তাঁর নিজের বিয়ে হয়েছিল ১৬ বছরে৷ সেটা নিয়ে কোনও অসুবিধে হয়নি৷ পাশাপাশি ছেলের মা জানিয়েছেন তাঁর বিয়ে হয়েছিল ২৫ বছরে৷ তিনি ছেলের এত কম বয়সে বিয়ে দেওয়া সম্পূর্ণ সমর্থন করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় দেখা যাচ্ছে না রাস্তা, চালকদের বুক ধড়ফড়! দুর্গাপুরের রাস্তায় নতুন বিপদ
আরও দেখুন

তবে এই ঘটনার চরম নিন্দা করেছেন নেটিজেনরা৷ তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘এটা খুব বাড়াবাড়ি হয়েছে৷’ আর একজনের মন্তব্য, ওই কিশোরের বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক৷ তাই একমাত্র ছেলের এনগেজমেন্ট করে রাখা হল৷ কোনও নেটিজেন আবার মজা করেছেন এই বলে যে যদি ও কোনও কনটেন্ট ক্রিয়েটর হত, তাহলে বুঝত সবই পূর্বপরিকল্পিত৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Child Marriage: বিয়ে না দিলে লেখাপড়াই করবে না! আব্দার মেটাতে ১২ বছরের মেয়ের সঙ্গে ১৩ বছরের কিশোরের বিয়ের এনগেজমেন্ট বাড়ির লোকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল