TRENDING:

Viral : Nagpur Couple: বাড়িভাড়া মেটাতে না পেরে রাস্তায় পোহা ও আলু বোন্ডা বিক্রি সত্তরোর্ধ্ব দম্পতির, আর্দ্র নেটিজেনদের হৃদয়

Last Updated:

সত্তরোর্ধ্ব এই দম্পতিকে দেখে, তাঁদের লড়াইয়ের আখ্যানে আর্দ্র নেটিজেনদের হৃদয় (viral in internet)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগপুর : পোহা আর আলু বোন্ডা বিক্রি করেই তাঁদের দিন কাটে৷ নাগপুরের এক প্রৌঢ় দম্পতির (Nagpur elderly couple)কথা প্রকাশিত হয়েছে ইন্টারনেটে৷ নাগপুরের রাজপথে সত্তরোর্ধ্ব এই দম্পতিকে দেখে, তাঁদের লড়াইয়ের আখ্যানে আর্দ্র নেটিজেনদের হৃদয় (viral in internet)৷
advertisement

ব্লগার বিবেক এবং আয়েষা এই তাঁদের কথা তুলে ধরেছেন ইনস্টাগ্রামে৷ জানিয়েছেন, ওই বৃদ্ধ দম্পতি বাড়িভাড়া মেটাতে পারছিলেন না৷ তাই বাধ্য হয়ে নাগপুরের রাস্তা টারি পোহা ও আলু বোন্ডা (tarri poha and aloo bonda) বিক্রি করেন৷ তাঁদের তৈরি পোহার দাম মাত্র ১০ টাকা৷ আলু বোন্ডা বিক্রি করেন ১৫ টাকায়৷

আরও পড়ুন : নিজের মনে জাল বুনছে তীব্র বিষাক্ত ব্ল্যাক উইডো! ভিডিও দেখে শিহরিত নেটদুনিয়া

advertisement

চার বছর আগে তাঁদের খাবারের দোকান শুরু করেছেন এই বৃদ্ধ দম্পতি৷ রাত থাকতেই উঠে পড়েন বৃদ্ধ ও বৃদ্ধা৷ তার পর সব যোগাড় করে দোকান শুরু করেন ভোর পাঁচটায়৷

এক সপ্তাহ আগে তাঁদের কথা শেয়ার করা হয়েছে৷ ইতিমধ্যেই দম্পতির সংগ্রামকাহিনি ইন্টারনেটে ভাইরাল৷ ইনস্টাগ্রামে ভিউজ পেরিয়েছে ১১ মিলিয়ন৷ সারা দেশ থেকে এসেছে অসংখ্য মন্তব্য ও অভিনন্দনবার্তা৷ এক জন নেটিজেন লিখেছেন, ‘‘ওঁদের মুখে হাসি থাকুক৷ আমি আশা করি সাধারণ মানুষ এ বার ধর্মস্থানে টাকা দেওয়া বন্ধ করে কঠোর পরিশ্রমী মানুষকে সাহায্য করবে৷’’ আর এক জন নেটিজেন জানিয়েছেন তিনি ওই বৃদ্ধ দম্পতির কাছে টারি পোহা খেয়েছেন৷ খাবারের স্বাদ অপূর্ব বলেও জানান তিনি৷

advertisement

আরও পড়ুন : সদ্য কেনা সোফাসেট থেকে উদ্ধার ৫ ফুট দৈর্ঘ্যের সাপ! চক্ষু চড়কগাছ ক্রেতার

সামাজিক মাধ্যমে এর আগে প্রকাশিত হয়েছিল ‘বাবা কা ধাবা’-র আখ্যান৷ তাঁদের সামনে নতুন দিশা খুলে দিয়েছিল সামাজিক মাধ্যম৷ এখানেই শেষ নয়৷ আগ্রার নবতিপর কাঞ্জি বড়া বিক্রেতার সংগ্রাম কাহিনিও ছুঁয়ে গিয়েছিল নেটিজেনদের মন৷ তাঁর দিকেও প্রসারিত হয়েছিল সাহায্যের হাত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তাঁদের মতো নেটিজেনদের সাহায্যের হাত কি পৌঁছবে নাগপুরের প্রৌঢ় দম্পতির কাছেও?অপেক্ষায় ভার্চুয়াল দুনিয়া

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral : Nagpur Couple: বাড়িভাড়া মেটাতে না পেরে রাস্তায় পোহা ও আলু বোন্ডা বিক্রি সত্তরোর্ধ্ব দম্পতির, আর্দ্র নেটিজেনদের হৃদয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল