বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দি বিশ্রামতলা এলাকায় ৪৮তম বর্ষে মা তারার পুজোর সুচনা করা হয় এদিন। প্রতি বছরের মতো এবারও অগ্রায়ণের অমাবস্যা তিথিতে বুধবার পুজোর আয়োজন করা হয়। তারা মায়ের পুজা ঘিরে টানা ৭ দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজা মণ্ডপের পাশে এলাকার ছেলে মেয়েদের নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
advertisement
বুধবার রাতে বিশেষ হোমযজ্ঞ ও পুজোপাঠ অনুষ্ঠান চলে। পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। ধর্মীয় রীতিনীতি মেনেই হোমযজ্ঞের আয়োজন করা হয়। কান্দির পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, অন্যান্য বছরের মত এবারও জাতি ধর্ম নির্বশেষে পুজোর আনন্দে মেতেছে আট থেকে আশি সব বয়সের মানুষ। তারা মায়ের পুজো উপলক্ষে বসেছে মেলা। মেলা চলবে আগামী সাতদিন ধরে। সারা বছর মা তারার পুজো চলে বলেও জানা গিয়েছে।
কথিত, আজ থেকে ৪৮ বছর আগে প্রয়াত তারাশঙ্কর উপাধ্যায়-সহ এলাকার কয়েকজন বন্ধু মিলে এই পুজোর প্রথম সূচনা করা হয়। বীরভূমের তারাপীঠের মা তারার আদলে তারা মায়ের মূর্তি তৈরি করে পুজো করা হয়। এলাকার বাসিন্দাদের মঙ্গল কামনায় এই পুজোর প্রচলন করা হলেও যা আজও চলে আসছে। তবে গতবছর স্থায়ী মূর্তি করেই পুজোর প্রচলন শুরু হয়। শীতের আমেজ নিয়ে মেলাতে ভিড় জমাতে শুরু করেছেন আট থেকে আশি সব বয়সের মানুষজন।